মঙ্গলবার কলকাতায় অমিত শাহর রোড শোতে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা নিয়ে এমনিই উত্তাল রাজ্য রাজিনীতি। তারই মধ্যে রোড শোতে গিয়ে নীরবে এক বিজেপি কর্মীর মৃত্যু ঘটায় আকাশ ভেঙে পড়েছে মৃত সুরেশ ওরাংয়ের স্ত্রী সন্তোষী ওরাংয়ের মাথায়। দুই নাবালক সন্তানকে কীভাবে বড় করবেন, কী করে সংসার চালাবেন তা নিয়ে অথৈ জলে পড়েছেন সন্তোষী। একইসঙ্গে দলের ওপর হতাশ তিনি।
দুবরাজপুরে নিজের বাড়িতে বসে বলেন, ‘মোদীর সভায় স্বামী-স্ত্রী দুজনে গিয়েছিলাম। তার জন্য হাতখরচ ৩০০ টাকা দিয়েছিল। কিন্তু, এবার স্বামী টাকা পেয়েছিল কি না জানি না। তবে আমি সব হারালাম।’ সন্তোষীর এই স্বীকারোক্তিতে স্বাভাবিক ভাবেই অস্বস্তিতে বিজেপি। কারণ এর ফলে তৃণমূলের তরফ থেকে বিজেপির বিরুদ্ধে টাকা দিয়ে সভা-রোড শোয়ে লোক ভাড়া করার অভিযোগ প্রমাণ হয়ে গেল।
অন্যদিকে, ওই পাড়া থেকে অমিত শাহর রোড শোতে কলকাতা যাওয়া আরও একজন নিজেকে বিজেপি সমর্থক বলতে নারাজ। তাঁদের একজন বিমল ওরাং বলেন আমি পার্টি করি না। বাইরে কাজে যাই, দিনমজুরি করি। সেদিন যেতে বলেছিল, তাই গিয়েছিলাম। আর দুবরাজপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান পীযূষ পান্ডে বলেন, বিজেপি টাকা দিয়ে এখান থেকে গরিব মানুষকে বাইরের মিটিং-মিছিলে নিয়ে যাচ্ছে। ওরা আমাদেরই লোক। আমরা মৃতের পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছি।’