শুক্রবার বিকেলে নয়াদিল্লিতে বিজেপির সদর দফতরে প্রথমবার সাংবাদিক সম্মেলন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেখানে উপস্থিত সাংবাদিকদের মধ্যে কয়েকজন অবশ্য প্রধানমন্ত্রীকে বেশ কিছু প্রশ্ন করেছিলেন। কিন্তু সেই প্রত্যেকটি প্রশ্নেরই উত্তর দেন দলের সর্বভারতীয় সভাপতি অমিত শাহ।
আর ঠিক এসময়েই প্রধানমন্ত্রীকে সরাসরি চ্যালেঞ্জ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধী। প্রধানমন্ত্রীর সাংবাদিক বৈঠকের সময় তিনিও মিডিয়ার মুখোমুখি হয়েছিলেন।
সাংবাদিক সম্মেলন থেকে তিনি প্রশ্ন ছোঁড়েন প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে। রাহুল বলেন, “প্রধানমন্ত্রী এখন সাংবাদিক বৈঠক করছেন। আমি তাঁর কাছে জানতে চাই যে তিনি কেন আমার সঙ্গে রাফাল নিয়ে বিতর্কে বসলেন না। আমি তো আপনাকে বিতর্কের জন্য চ্যালেঞ্জ করেছিলাম।”
বিজেপির এদিনের সাংবাদিক সম্মেলনে মোদীকে রাফাল নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকরা। যদিও তিনি প্রত্যেকটি প্রশ্নের মতো রাফাল কান্ডের বিষয়টিও এড়িয়ে গিয়েছেন।