নাথুরাম-গান্ধী ইস্যুতে এবার নাম জড়ালো দিল্লির বিজেপি বিধায়ক কপিল মিশ্র এর। দেশজুড়ে চলা বিতর্কের মাঝেই মহাত্মা গান্ধীকে নিয়ে নোংরা মন্তব্য করলেন তিনি। নিজের ট্যুইটার একাউন্টে একটি পোস্টে তিনি লেখেন, “গডসে যদি গান্ধীজিকে না মারত, তাহলে উনি দেশে এতটা মহান হতে পারতেন না। আর বাপুর নাম ভাঙিয়ে যাঁরা দেশ চালাচ্ছে, তাঁরাও সেটা করতে পারতেন না।”
এখানেই না থেমে তিনি আরও মন্তব্য করেন, “জীবনের শেষদিকে এসে গান্ধীজি নিজেকে পাকিস্তান এবং পাকিস্তানি ভাবনার প্রতি সমর্পণ করেছিলেন। নিজের অহিংসার সিদ্ধান্তকে মহান বানানোর একটি লোভ তাঁর চোখ বেঁধে দিয়েছিল। হত্যার কারণেই তাঁর বিরুদ্ধে কোনও কথা বলা দেশে অপরাধ।”
এছাড়াও গোটা পোস্টটিতে গান্ধীজিকে নিয়ে আরও অনেক বিরূপ মন্তব্য করতে তাঁকে দেখা গিয়েছে। আর তাঁর মন্তব্যের জেরে দেশজুড়ে শুরু হয়েছে সমালোচনার ঝড়।