এতদিন প্রকাশ্যে আসত বিজেপির দুর্নীতির খবর। এবার সামনে এল বিজেপির কৃপণতার খবর। বিদ্যাসাগর কলেজে মূর্তি ভাঙার জন্যে ইতিমধ্যেই সবাই ছিছিক্কার জানাচ্ছে বিজেপিকে। তাই এবার নিজেদের দোষ ঢাকতে এক বহুরুপীকে বিদ্যাসাগর সাজিয়ে দিনভর প্রচার করল বিজেপি আর দিনশেষে বিদ্যাসাগরের জুটল ১৫০ টাকা মাত্র!
বিজেপি প্রার্থী অনুপম হাজরার এই আশ্চর্য প্রচার নিয়ে বিতর্কের ঝড় ওঠে। এবার বিতর্কের পারদ চড়িয়েছেন বিদ্যাসাগর-রূপী যুবক। কৃষ্ণ বৈরাগী নামে ওই বহুরূপীর অভিযোগ, প্রচার মিছিলের শেষে তাঁর হাতে মাত্র ১৫০ টাকা গুঁজে কাজ সেরেছে বিজেপি। একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমের কাছে এমনটাই জানিয়েছেন কৃষ্ণবাবু। শুধু তাই নয়, কাদের মিছিলে তিনি হাঁটবেন সেই নিয়েও নাকি বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে চাপানউতোরের শিকার হয়েছেন তিনি।
যাদবপুরের মিছিলে বহুরূপীকে এটাও বলতে শোনা যায়, ‘আমার মূর্তি বিজেপি ভাঙেনি।’ তাতেই আরও সমালোচনার মুখে পড়েন বিজেপি প্রার্থী অনুপম হাজরা। যেখানে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা কাণ্ডের তদন্ত চলছে। বিষয়টির তদন্তে সিট গঠন হয়েছে। সেখানে বহুরূপীকে দিয়ে মূর্তি ভাঙার অভিযোগ অস্বীকার করিয়ে রাজনীতির রং চড়িয়েছেন বলে অনুপমের বিরুদ্ধে সরব হয়েছে ওয়াকিবহাল মহল।
কৃষ্ণ বৈরাগীর অভিযোগ, বৃহস্পতিবার সকালে তাঁকে রীতিমতো অপহরণ করে একটি ঘরে আটকে রাখা হয়। ঘরের বাইরে নাকি বেরোতে দেওয়া হয়নি তাঁকে। তিনি জানিয়েছেন, ‘গত ২০ ধরে বিদ্যাসাগর সেজে আসছি। তাই বুধবার যখন আমাকে বিদ্যাসাগর সেজে প্রচারে যেতে বলা হয়, আমি খুশিই হই।’ কিন্তু উল্লেখযোগ্য বিষয়, অনুপম হাজরা নয়, দক্ষিণ কলকাতার বিজেপি প্রার্থী চন্দ্র বসুর প্রচারে নাকি তাঁর অংশ নেওয়ার কথা ছিল। তাঁকে রীতিমতো অপহরণের কায়দায় তুলে নিয়ে আসেন অনুপম হাজরার অনুগামীরা। এমনটাই অভিযোগ তাঁর। অনুপমের সমর্থকরা তাঁকে যাদবপুরের মিছিলে নিয়ে যান। কৃষ্ণ জানিয়েছেন, এই বহুরূপীর পেশাই তাঁর রুজিরুটির জোগান দেয়। কিন্তু মিছিলের শেষে খুব একটা লাভ হয়নি তাঁর। তাঁকে মাত্র ১৫০ টাকা দেওয়া হয় বলে জানিয়েছেন তিনি।