বিজেপি সভাপতি অমিত শাহের রোড শো ঘিরে মঙ্গলবার রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি পর্যন্ত ভেঙে টুকরো টুকরো করেছে বিজেপি কর্মীরা। এমন ঘটনায় মারাত্মক ক্ষুব্ধ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গেরুয়া শিবিরকে নিশানা করে আগেই হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, ‘ওরা বাংলার হেরিটেজ, বাংলার মনীষীর গায়ে হাত দিয়েছে। আমার থেকে ভয়ঙ্কর কেউ হবে না। তোমাদের ঔদ্ধত্য খর্ব করবই।’ আর এবার তাঁর দল তৃণমূলের তরফ থেকে পোস্ট করে বলা হল, ‘বাংলা নবজাগরণের অভিভাবক বিদ্যাসাগরের মূর্তি ভাঙা, বাংলার মেরুদণ্ড ভাঙার সমান। ছিঃ’
শুধু তাই নয়, ওই পোস্টে এ-ও বলা হয়েছে যে, এমন দানবীয় ঘটনায় আমরা মর্মাহত, ক্রুদ্ধ। বাংলার সংস্কৃতির পরিপন্থী, বহিরাগত শক্তির এমত নিকৃৃষ্ট অপকর্মের বিচার চাইছেন সারা বাংলার মানুষ। ঘৃণ্য এই অপরাধের দৃষ্টান্তমূলক জবাব দেবেন তাঁরাই।’ পোস্টে বিদ্যাসাগরের ভাঙা মূর্তিটির ছবিও দেওয়া হয়েছে। প্রসঙ্গত, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের নেতৃত্বে মঙ্গলবার শহীদ মিনার থেকে উত্তর কলকাতাগামী মিছিল কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে পৌঁছলে গেরুয়া বাহিনীকে ছাত্রদলের মধ্যে মুখোমুখি সংঘাত বাধে। তার পরই তা বিদ্যাসাগর কলেজ পর্যন্ত ছড়ায় এবং মিছিলকারীরা কলেজে ঢুকে এলোপাথাড়ি ভাঙচুর চালায় বলে অভিযোগ। চুরমার করে দেওয়া হয় বিদ্যাসাগরের মূর্তিও।
ইতিমধ্যেই একটি ভিডিও প্রকাশ্যে এনে গেরুয়া সন্ত্রাসের কথা প্রমাণ করে দিয়েছে তৃণমূল। বুধবারই দিল্লীতে সাংবাদিক সম্মেলন করে বিদ্যাসাগর কলেজের গেট টপকে ভেতরে ঢুকে গেরুয়া বাহিনীর বেপরোয়া ভাঙচুরের ভিডিও দেখান তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। দিল্লীতে সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেখানো হয় মঙ্গলবার সন্ধের সেই ভয়াবহ তাণ্ডবের ৩টি খণ্ডচিত্র। উল্লেখ্য, তৃণমূলের প্রকাশ করা ভিডিও ৪৪টি। দলের দাবি, প্রতিটি ফুটেজই খাঁটি। যার থেকে সংবাদমাধ্যমের সামনে দেখানো হয়েছে মাত্র ৩টি। এবং তা অমিত শাহর মিছিল থেকে বিদ্যাসাগরের মূর্তি-সহ কলেজে ভাঙচুরের প্রকৃত দোষীদের চিনিয়ে দিতেই।
৪০ সেকেন্ডের প্রথম ভিডিওতে গেরুয়া পোশাক পরা, মাথায় গেরুয়া ফেট্টি বাঁধা উন্মত্ত যুবকদের কলেজ গেটের বাইরে থেকে লাঠি ও ইট হাতে আক্রমণের ছবি দেখা গেছে। দ্বিতীয়টিতে কলেজের গেট টপকে ভেতরে ঢুকে বেপরোয়া ভাঙচুরের ছবি স্পষ্ট। আর তৃতীয় ভিডিওটি গত সোমবারের। তাতে খিদিরপুরের এক বিজেপি নেতাকে তাঁর ‘ফাটাফাটি’ হোয়াটসঅ্যাপ গ্রুপের সদস্যদের মঙ্গলবার অমিত শাহর র্যালিতে হাজির হয়ে অশান্তি পাকানোর কথা বলতে শোনা গেছে।