ভোটের প্রচারে নাথুরাম গডসে কে সন্ত্রাসবাদী বলায় এর আগেই কমল হাসানের বিরুদ্ধে তোপ দেগেছিলো বিজেপি। এবার তাঁর দিকে জুতো ছুঁড়ে মারলেন তামিলনাড়ুর এক ব্যক্তি।
কয়েকদিন আগেই অভিনেতা তথা রাজনীতিক কমল হাসান মন্তব্য করেছিলেন, স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসে। এই মন্তব্যের প্রতিবাদেই বুধবার জুতো ছোঁড়া হল অভিনেতার দিকে। এদিন সন্ধ্যায় তিনি যখন তামিলনাড়ুর মাদুরাইয়ে ভাষণ দিচ্ছিলেন, তখন তাঁর দিকে একজন জুতো ছোঁড়েন। জুতো অবশ্য অভিনেতার গায়ে লাগেনি।
এই ঘটনায় পুলিশে অভিযোগ করা হয়েছে দোষীদের বিরুদ্ধে। সূত্রের খবর, তাঁরা সকলেই বিজেপির সদস্য। নাথুরাম গডসেকে নিয়ে কমল হাসানের মন্তব্যের পরে নানা মহলে বিতর্ক সৃষ্টি হয়। কয়েকদিন আগে নির্বাচনী প্রচারে গিয়ে আরাভাকুরিচির এক জনসভায় তিনি এই মন্তব্য করেন। আগামী সোমবার ওই বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন হবে।
কমলের মন্তব্যের পরেই তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বিজেপি বলে, ভোটের প্রচারে এসে সন্ত্রাসবাদের কথা বলায় আমরা তাঁর তীব্র নিন্দা করছি। তামিলনাড়ুর মন্ত্রী কেটি বালাজিও ওই মন্তব্যের নিন্দা করেন। তিনি বলেছিলেন, কমল হাসানের জিভ কেটে নেওয়া উচিত।
যদিও এই মন্তব্যের পর কমল হাসানের দল মক্কাল নিধি মাইয়াম দাবি করে, ওই মন্তব্যের জন্য বালাজিকে মন্ত্রিসভা থেকে বাদ দেওয়া উচিত। বুধবার কমল বলেন, “আমি শুধুমাত্র সত্যটাই সবার সামনে তুলে ধরার চেষ্টা করেছি। ইতিহাসে যা লেখা আছে, আমি তাই বলেছি। তবে আমি ভাষণে যা বলেছিলাম, তা খাপছাড়াভাবে উদ্ধৃত করা হচ্ছে। এর পেছনে আছে বিজেপির ষড়যন্ত্র। ওরা রাজনৈতিক স্বার্থ চরিতার্থ করার জন্য আমার দিকে তোপ দেগেছে। আমি কখনও কোনো অশান্তিতে ইন্ধন দিইনি।” মাদ্রাজ হাইকোর্টে আগাম জামিনের আবেদন জানিয়ে তিনি আরও বলেছেন, “আমি কেবল নাথুরাম গডসেকে নিয়ে মন্তব্য করেছিলাম। যারা নাথুরাম কে নিয়ে রাজনীতি করে তাদের উদ্দেশ্য ভালো নয়।” তিনি যে আসলে ঘুরিয়ে বিজেপিকেই দোষ দিতে চেয়েছেন, এটা তাঁর কথায় পরিষ্কার।