গত মঙ্গলবার বিজেপির গুন্ডাবাহিনীর দাপটে উত্তপ্ত হয়েছিল কলকাতা। ওইদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন গেরুয়া দলের কর্মী-সমর্থকরা। অমিত শাহের রোড শো শুরুর আগে ধর্মতলায় নির্বাচন কমিশনের গাড়িতে ভাংচুর চালানো হয়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস শেষে সেই আক্রোশে বাদ যায় নি বিদ্যাসাগর কলেজও। ভাঙা পড়ে বিদ্যাসাগরের মূর্তিও। এইবার সেই ঘটনায় সিট গঠন করল লালবাজার। ডিসি নর্থের নেতৃত্বে সিট গঠন করা হয়েছে। লালবাজার সূত্রে খবর, এই ঘটনার সঙ্গে জড়িত আরও ৫ জনের নাম পাওয়া গিয়েছে। দোষীদের শনাক্তকরণের কাজ চলছে।
প্রসঙ্গত, লালবাজারের তরফে গতকাল-ই জানানো হয় যে, মঙ্গলবারের ঘটনার বেশ কিছু ভিডিও ফুটেজ তাদের হাতে এসেছে। সেই ভিডিওতে দেখা গিয়েছে যে কিছু লোক মূর্তি ভাঙছে। ভিডিও দেখে যারা যারা ভাঙচুর করেছে, তাদের চিহ্নিত করার কাজ চলছে। লালবাজারের তরফে আরও বলা হয় যে, কলেজের গেট ভেঙে বাইরে থেকে দুষ্কৃতীদের ভিতরে ঢোকার ছবিও ধরা পড়েছে ভিডিওতে।
অমিত শাহের রোড শো থেকে হামলা চালানো ও মূর্তি ভাঙার ঘটনায় এরপর বুধবারই ৫৮ জনকে গ্রেফতার করে পুলিস। বিকালে ধৃতদের ব্যাঙ্কশাল কোর্টে পেশ করা হয়। ধৃতদের মধ্যে ১০ জনের ১৪ দিনের পুলিসি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। বাকিদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে। ধৃতদের সবার বিরুদ্ধেই জামিন অযোগ্য ধারায় অভিযোগ দায়ের করেছে পুলিস।উল্লেখ্য, জোড়াসাঁকো, আমহার্স্ট স্ট্রিট ও নিউমার্কেট থানায় আলাদা আলাদা অভিযোগ দায়ের হয় এই ঘটনায়।