এবার লোকসভা ভোটের শুরুর দিন থেকেই বাংলা যেন নির্বাচন কমিশনের চক্ষুশূল। মাত্র ৪২ টি আসনে ৭ দফায় ভোট করানো হোক, বা উচ্চপদস্থ অফিসারদের অপসারণ।
তৃণমূলের সাথে বিমাত্রেয়সুলভ আচরণ নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছিলেন প্রাক্তন স্বরাষ্ট্র সচিব অত্রি ভট্টাচার্য। ঠিক তার পরেরদিনই তাঁকে পদ থেকে অপসারণ করে নির্বাচন কমিশন। অপসারিত করা হয় রাজীব কুমারকেও।

অপরদিকে বাংলার শেষদফা ভোটের আগে হঠাৎই রাজনৈতিক দলগুলির প্রচার সীমা ১ দিন কমিয়ে দেওয়া হয় নির্বাচন কমিশনের পক্ষ থেকে।
নির্বাচন কমিশনের এহেন আচরণ নিয়ে মুখ খুলেছেন অনেকেই। এবার এই বিষয়টি নিয়ে কমিশনের নিন্দায় সরব হলেন প্রাক্তন বিজেপি নেতা যশবন্ত সিনহা। এর সঙ্গে তিনি বিরোধীদের উদ্দেশ্যে বার্তা দিলেন, “সময় এসেছে এবার সকলে মিলে মমতাজি’র পাশে থাকার।”