অমিত শাহ এর রোড শো ঘিরে গেরুয়া বাহিনীর তান্ডবের মধ্যে ভাঙা পড়েছে বিদ্যাসাগরের মূর্তি। এই নিয়ে দেশজুড়ে বিজেপির নিন্দায় সরব হয়েছেন বিশিষ্ট ব্যক্তিবর্গ।
এদিন বিদ্যাসাগরের মূর্তি ভাঙা প্রসঙ্গে মুখ খুললেন রাজ্যসভার সাংসদ ও প্রাক্তন অর্থমন্ত্রী পি. চিদম্বরম। প্রাক্তন এই কংগ্রেস নেতা আজ ট্যুইট করে বাংলার সকল মানুষকে এক হওয়ার আবেদন জানান। তিনি বলেন, “বাংলার মানুষের পক্ষে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা সম্ভব নয়। সবার কাছে জলের মতো পরিষ্কার, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের মূর্তি কারা ভেঙেছে। যারা এই ঘৃণ্য কাজটি করেছে, তাঁরা সবাই বহিরাগত। বাংলায় বহিরাগতদের ঢুকিয়ে ঝামেলা কারা করে? বাংলার মানুষের কাছে তা অজানা নয়।” বিভিন্ন রাজনৈতিক মহলের মতে, বহিরাগত বলে তিনি বিজেপিকেই দায়ী করেছেন।
অন্যদিকে, বৃহস্পতিবার মালওয়ার আগর অঞ্চলে সাধ্বী প্রজ্ঞা বললেন, “নাথুরাম গডসে কোনো সন্ত্রাসবাদী নয়, একজন প্রকৃত দেশভক্ত ছিলেন। যে সব মানুষরা তাঁকে জঙ্গি বলছেন, মানুষ নির্বাচনে তাদের উপযুক্ত জবাব দেবেন।”

এদিন এই বিষয় নিয়েও সাধ্বীর নিন্দায় সরব হন চিদম্বরম। তিনি বলেন, “নাথুরাম গডসে যদি দেশভক্ত হন, তাহলে আমি দেশদ্রোহী হয়ে খুশি আছি।”