১৪ ই ফেব্রুয়ারির দিন ভালোবাসা দিবসে উত্তপ্ত হয়ে উঠেছিলো উপত্যকা। ভারতীয় সেনা কনভয়ে হামলা চালিয়েছিলো জঙ্গিরা। এরপর কেটে গেছে তিনমাস। বুধবার রাতে সেনা-জঙ্গির গুলির লড়াইয়ে আবারও অশান্ত হয়ে উঠলো কাশ্মীর। ঘটনাস্থল সেই পুলওয়ামাই। বৃহস্পতিবার সকাল থেকেই উত্তপ্ত এই এলাকা। সেনা-জঙ্গি সংঘর্ষে খতম হয়েছে তিন জঙ্গি। তবে গুলির লড়াইয়ে শহিদ হয়েছেন একজন ভারতীয় সেনাও। এমনকি গুলির লড়াইয়ের মাঝে পড়ে মৃত্যু হয়েছে এলাকার এক সাধারণ নাগরিকের। গুরুতর আহত হয়েছেন আরও দুই জওয়ান।
এদিন ভোর রাতেই সংঘর্ষের সূত্রপাত। গোপন সূত্রে খবর অনুযায়ী, পুলওয়ামার কাছেই কোনও এক জায়গায় লুকিয়ে রয়েছে কয়েকজন জঙ্গি। আর এরপরই পুলওয়ামার ডালিপোরা এলাকায় তল্লাশি অভিযান শুরু করেন ভারতীয় সেনার জওয়ানরা। সঙ্গে ছিলেন সিআরপিএফ, কাশ্মীর পুলিশের সদস্যরাও। তল্লাশির সময়ই তাদের দিকে ছুটে আসে জঙ্গিদের গুলি। পাল্টা গুলি চালায় ভারতীয় সেনাবাহিনীও। সঙ্গে সঙ্গেই খতম হয় তিনজন জঙ্গি। কিন্তু দুর্ভাগ্যবশত এক জওয়ান জঙ্গিদের গুলিতে শহিদ হন। ঘটনায় আরও দুই জওয়ান গুরুতর আহত হয়েছেন। এছাড়া সেনা–জঙ্গির এই লড়াইয়ের মাঝে পড়ে মারা গিয়েছেন আরও এক সাধারণ নাগরিক। ওই এলাকায় এখনও তল্লাশি চলছে।
এলাকায় জারি করা হয়েছে হাই এলার্ট। সেনাবাহিনীর পক্ষ থেকে মোতায়েন করা হয়েছে কার্ফু। এছাড়াও প্রশাসনের তরফ থেকে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা।