এ যেন মুদ্রার এপিঠ আর ওপিঠ! একদিকে মোদী সাধারণ মানুষের জন্যে কোনও কাজ না করে বিদেশ ঘুরে ঘুরে বেড়ান আর অন্যদিকে তাঁর ভাই প্রহ্লাদ মোদী কার্যত অকারণে ধর্নায় বসে পড়লেন থানার সামনে।
পুলিশ তাঁকে ঠিকমতো নিরাপত্তা দিচ্ছে না। তাই থানার সামনে ধর্নায় বসে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাই প্রহ্লাদ মোদী। মঙ্গলবার তিনি যান জয়পুরে। তিনি দাবি করেন, যে পুলিশকর্মীরা তাঁকে পাহারা দেন, তাঁদের জন্য আলাদা গাড়ি দিতে হবে। গাড়ি না পেয়ে তিনি জয়পুর-আজমির জাতীয় সড়কের পাশে বাগরু থানার সামনে ধর্নায় বসেন।
যদিও নিরাপত্তারক্ষীরা একই গাড়িতে থাকবেন এমনটাই নিয়ম কিন্তু তিনি তো মোদীর ভাই, তাই নিয়মের তোয়াক্কা তিনি করেন না। জয়পুরের পুলিশ কমিশনার আনন্দ শ্রীবাস্তব জানিয়েছেন, প্রহ্লাদ শ্রীবাস্তবকে পাহারা দেওয়ার জন্য দু’জন পুলিশকর্মী মোতায়েন করা হয়। নিয়মতো তাদের প্রহ্লাদের গাড়িতেই বসার কথা। আমরা তাঁকে সংশ্লিষ্ট অর্ডার দেখিয়ে বললাম, দুই পুলিশকর্মীর তাঁর গাড়িতেই বসার ব্যবস্থা করা হয়েছে। কিন্তু প্রহ্লাদ বললেন, কিছুতেই তাদের নিজের গাড়িতে উঠতে দেবেন না। তিনি দাবি করলেন, পাহারাদারদের আলাদা গাড়ি দিতে হবে।
এরপরেই এহেন অদ্ভুত দাবি নিয়ে তিনি ধর্নায় বসে পড়েন। এক ঘণ্টা ধর্না দেওয়ার পরে অবশ্য প্রহ্লাদ পুলিশের কথায় রাজি হন। দুই প্রহরীকে তাঁর গাড়িতে তুলে দেওয়া হয়।