লোকসভা নির্বাচন শেষ লগ্নে এসে উপস্থিত। আর চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। কেউ আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতেও দেরি হচ্ছে না। আর তাতেই ভোটের আবহ গরম হয়ে যাচ্ছে। এইবার সেই তালিকায় নতুন সংযোজন মনপ্রীত সিং। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সার্কাসের সিংহের সঙ্গে তুলনা করলেন পাঞ্জাবের মন্ত্রী।
বিভিন্ন নির্বাচনী জনসভায় নরেন্দ্র মোদী নিজেকে ‘হিন্দুস্তান কা শের’ বলে বড়াই করে থাকেন। প্রধানমন্ত্রীর কথা কেড়ে পঞ্জাবের মন্ত্রী বলেন, ‘মোদী অবশ্যই সিংহ। তবে, সিংহ দু-ধরনের। এক সিংহ জঙ্গলের, অন্য সিংহ সার্কাসের তাঁবুর। আমার তো মোদীকে সার্কাসের সিংহ বলেই মনে হয়।’ উনি ‘সর্কস কা শের’।
নির্বাচনের শেষ দফায় এসে ভোটের বাজার খুব গরম হয়ে গেছে। চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।