যেন অনুরাগ কশ্যপের জনপ্রিয় ছবি ‘গ্যাংস অফ ওয়াসেপুর’ ছবির কোনও দৃশ্য! একে তো গালিগালাজের ফোয়ারা ছুটছে, তাও আবার একই দলের দুই ব্যক্তির মধ্যে। এবার ভোটপ্রচারে গিয়ে নিজের দলের বিধায়ককেই গালিগালাজ এবং দিগভ্রান্ত হয়ে দকূয় সমর্থকদের কুকথা বলার মতো অবিশ্বাস্য কাজটাই করে বসলেন গোরক্ষপুরের বিজেপি প্রার্থী তথা ভোজপুরি সুপারস্টার রবি কিষেণ!
ভোজপুরি চলচ্চিত্র জগতের একেবারে গোড়াতেই জ্বলজ্বল করে তাঁর নাম। শুধু তা-ই নয়, বলিউডেও বেশ নজর কেড়েছেন তিনি। সম্প্রতি নজর কেড়েছেন একটি জনপ্রিয় রিয়্যালিটি শো-তেও। এক কথায়, রুপোলি জগতের তারকা বললে ভুল হয় না। আচমকা মেজাজ হারানো তাঁর পুরনো অভ্যাস। তারকা-সুলভ অহঙ্কারের কথাও নিজেই স্বীকার করেন তিনি। তার জেরেই এবার এ হেন কেলেঙ্কারি কান্ড বাঁধালেন রবি।
মঙ্গলবার সকাল সকাল নিজের লোকসভা কেন্দ্রে প্রচারে বেরিয়েছিলেন বিজেপির এই অভিনেতা-প্রার্থী। শহর এবং আশেপাশে প্রচার চলাকালীন জনসংযোগও করছিলেন তিনি। কখনও ভোটারদের দিকে হাত নেড়ে, কখনও তাঁর ভোজপুরি ছবির জনপ্রিয় সংলাপ আওড়ে মানুষের কাছে পৌঁছে যাওয়ার চেষ্টা করছিলেন পুরোদমে। মানুষের মধ্যে বেশ সাড়াও মিলেছিল। কিন্তু হঠাৎই বিপত্তি।
জানা গেল, একই রাস্তায় তাঁর কনভয় চলে এসেছে তৃতীয় বার। এমনিতেই, ভোটের আগে সময় কম। তার ওপর প্রত্যেক ভোটারের কাছে পৌঁছে যাওয়ার কঠিন চ্যালেঞ্জ। সেই সঙ্গে কাঠফাটা গরম। তার মধ্যে যদি একই এলাকায় তিন বার যেতে হওয়ায় মেজাজ নিয়ন্ত্রণ করতে না পেরে, রবি কিষেণের রাগ গিয়ে পড়ে স্থানীয় বিধায়কের ওপর। এক জন সমর্থককে তিনি জিজ্ঞেস করেন, এখানকার বিধায়ক কে? উত্তর মিলতেই ওই বিধায়কের উদ্দেশ্যে অশ্রাব্য গালিগালাজ করতে শোনা যায় তাঁকে।
প্রসঙ্গত, রবি কিষেণের তোপের মুখে পড়া ওই বিধায়ক, রাধামোহন দাস আগরওয়াল, ২০০২ থেকে গোরক্ষপুর শহর কেন্দ্রের বিধায়ক। যোগী আদিত্যনাথের হাত ধরেই বিজেপিতে আসেন তিনি। এবং পরপর তিন বার বিধায়ক নির্বাচিত হন নিজের জনপ্রিয়তার জোরে। এ হেন বিধায়কের উদ্দেশ্যে তাঁর এই গালিগালাজ, অসম্মান প্রদর্শন যে মোটেই সমর্থনযোগ্য নয়, সে কথা বলছেন রবি কিষেণের ভক্তরাও। অনেকে বলছেন, এই ঘটনার প্রভাব ভোটের ব্যালটেও পড়তে পারে। আবার এ নিয়েও কথা উঠছে যে, রবি বিজেপির টিকিটে যে কেন্দ্রের প্রার্থী হয়েছেন, সেই কেন্দ্রের অন্তর্গত দলীয় বিধায়কদের নামই জানেন না তিনি। যা খুবই লজ্জার ব্যাপার।