বুধবার সকালে দিল্লীতে সাংবাদিক বৈঠক করে বিদ্যাসাগরের মূর্তি ভাঙার দায় তৃণমূলের ওপর চাপানোর চেষ্টা করেছিলেন বিজেপি সভাপতি অমিত শাহ। দুপুরেই তার পাল্টা দিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। ভিডিও দেখিয়ে সাংবাদিক সম্মেলন করে মূর্তি কে ভেঙেছে তার জবাব চাইলেন শিক্ষামন্ত্রী তথা তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।
ওই সাংবাদিক সম্মেলনে কয়েকটি ভিডিও ফুটেজ দেখিয়ে পার্থ প্রশ্ন ছুঁড়ে দেন, ‘বিজেপি না করলে এই ঘৃণ্য কাজ করল কারা?’ ওই ফুটেজ দেখিয়ে পার্থবাবুর বক্তব্য, ‘দেখুন, গলায় গেরুয়া উত্তরীয়, হাতে বিজেপির দলীয় পতাকা। তাহলে বিজেপি না করলে এই কাজ করল কারা!’ রীতিমতো ক্ষুব্ধ স্বরে পার্থবাবু বলেন, ‘ওরা বলে কি করে এই ঘটনা তৃণমূল
ঘটিয়েছে? নিজেরা করে আবার সাফাই দিচ্ছে! জবাব দিন অমিত শাহ। জবাব দিতেই হবে। কাল যারা এই ঘটনা ঘটিয়েছে তাঁরা বিদ্যাসাগরের মত মনীষীদের মূল্য বোঝেন না। ওনারা ইতিহাস শেষ করে দিতে চাইছেন’। বৈঠকে পার্থবাবুকে প্রশ্ন করা হয়, গতকালের এই ঘটনায় বিজেপিকে মানুষের ক্ষোভের মুখে পড়তে হবে কিনা। উত্তরে তিনি বলেন, ‘মানুষ উত্তর দিয়ে দেবে সময়ে, সমস্ত লাফালাফি বন্ধ হয়ে যাবে’।
শিক্ষাম্নত্রী আরও জানান, ‘শিক্ষা দপ্তর থেকে এই ঘটনার বিষয়ে দায়িত্বভার গ্রহন করা হয়েছে। নির্বাচন বিধি জারি থাকলেও শিক্ষা দপ্তর থেকে এই ঘৃণ্য কাজের বিপরীতে দাঁড়িয়ে সমস্ত সাহায্য করব। অপমানের জবাব দেব’।