ফের জাতীয় দলে দেখা যাবে বাংলার উইকেটরক্ষক ব্যাটসম্যান ঋদ্ধিমান সাহাকে। ভারতীয় ‘এ’ দলের সদস্য হিসাবে তিনি ক্যারিবিয়ান সফরে যাবেন। ভারতীয় ‘এ’ দলের হয়ে চারদিনের ম্যাচ খেলার সুযোগ পাচ্ছেন ঋদ্ধিমান সাহা।
ভারতীয় দলটি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে পাঁচটি ওয়ান ডে এবং তিনটি চারদিনের ম্যাচ খেলবে। এই সফরে তিনি সফল হলে ভারতীয় টেস্ট দলে কামব্যাকের সুযোগ পেতে পারেন।
চোট সারিয়ে ওঠার পর আইপিএলে খেলেছেন তিনি। তবে ঋদ্ধির চোখ টেস্ট দলে ফেরা। তবে কাজটা মোটেও সহজ হবে না। ঋষভ পন্থ ইতিমধ্যেই টেস্ট দলেও জায়গা মজবুত করেছে। ভারতীয় ‘এ’ দলের ওয়েস্ট ইন্ডিজ সফরে একদিনের সিরিজে খেলবেন ঋষভ।
উল্লেখ্য, ২০১৮ সালের জানুয়ারিতে দক্ষিণ আফ্রিকা সফরে আঙুলে চোট পেয়েছিলেন ঋদ্ধিমান। তারপর চোটের কারণে তিনি আর দেশের জার্সিতে আন্তর্জাতিক ম্যাচ খেলতে পারেননি।