কালকের অমিত শাহ এর রোড শো ঘিরে তোলপাড় হয়েছে রাজ্য রাজনীতি। ইটবৃষ্টি, মূর্তি ভাঙচুর, কমিশনের গাড়িতে হামলা – বাদ যায়নি কিছুই। কিন্তু সেই রোড শোয়ে কি ঝামেলা করার জন্যে আগে থেকেই লোক জড়ো করা হয়েছিল বিজেপির পক্ষ থেকে? না, এটা কোন বিরোধী দলের বা সংবাদ মাধ্যমের অভিযোগ নয়। স্বয়ং বিজেপি নেতার মুখেই শোনা যাচ্ছে এমন কথা।
রাকেশ সিং কিছুদিন আগেই দিল্লিতে বিজেপির সদর দপ্তরে গিয়ে বিজেপিতে যোগ দিয়েছেন। সেই রাকেশ সিংয়েরই একটি ভিডিয়ো বার্তা এবার প্রকাশ্যে এল। সেখানে তিনি সরাসরি তাঁর ‘ফাটাফাটি গ্রুপ’কে নির্দেশ দিচ্ছেন, অমিত শাহ এর রোড শোয়ে সবাইকে হাজির হওয়ার জন্য। আর সাথে আট ফুটের লাঠিসোটা হাতে মিছিলে হাজির হওয়ারও নির্দেশ দিয়েছেন তিনি। এই ভিডিওটি পোস্ট করা হয়েছে অমিত শাহ এর মিছিলের আগেরদিন। কারণ ওই ভিডিয়োতে রাকেশ সিং বলছেন, “কাল অমিত শাহ এর মিছিলে ফাটাফাটি গ্রুপের সকলকে আসতেই হবে। নাহলে এই ওয়াটসঅ্যাপ গ্রুপ থেকে তাদের সরিয়ে দেব।” এমনকী তাঁকে বলতে শোনা যায়, ঝামেলা তৈরি করে করতে হলেও করবে, কিন্তু আটফুটের লাঠি হাতে আসতেই হবে, যাতে পুলিশ ও তৃণমূল সমর্থকদের ওপর তারা আক্রমণ করতে পারে।
আর এই ভিডিয়ো প্রকাশ্যে আসার পর স্পষ্টতই বোঝা যাচ্ছে, কালকের ঘটনাটা বিজেপির পূর্ব পরিকল্পিত এবং প্ল্যানমাফিক ঝামেলার জন্যই লোক জড়ো করা হয়েছিল অমিত শাহ এর রোড শো এ।