কাল অমিত শাহ এর রোড শো এ বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় সরগরম গোটা রাজ্য। ঘটনার পর বিভিন্ন মহলে সমালোচনায় মুখ পুড়েছে বিজেপির।
মূর্তি ভাঙার ঘটনায় বিজেপিকে একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবারই শহরের রাস্তায় প্রতিবাদ মিছিল বের করার কথা জানিয়েছে তৃণমূল। অন্যদিকে, বিজেপির নিন্দায় মুখর হয়েছেন শহরের বিদ্বজনেরা।
ঘটনার আঁচ গিয়ে পড়েছে পশ্চিমে সাগরপাড়েও। বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনার তীব্র নিন্দা করেছেন বলিউডের প্রযোজক-পরিচালক মহেশ ভাট। এদিন নিজের ট্যুইটার হ্যান্ডেলে তিনি লিখেছেন, ”বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনা আদপে বাংলা ভাষার উপর আক্রমণ। যারা এটা করেছে, এর মাধ্যমে তাদের নিম্নরুচির পরিচয় পাওয়া যায়। বর্ণপরিচয়ের মাধ্যমে বিদ্যাসাগরই প্রথম বাংলাভাষাকে সকলের সামনে আরও অনেকটা সহজ সরল করে তুলেছিলেন।”