অমিত শাহকে সামনে রেখে কলকাতায় দাপিয়ে বেরাল গেরুয়া শিবিরের সমর্থকরা। কোথাও ভাঙচুর তো কোথাও আগুনের লেলিহান শিখায় জ্বলল স্থাপত্য। বিজেপির গুন্ডাবাহিনীর দাপটে উত্তপ্ত কলকাতা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন গেরুয়া দলের কর্মী-সমর্থকরা। উত্তর কলকাতার অন্যতম শিক্ষা প্রতিষ্ঠান বিদ্যাসাগর কলেজও। বাইরে থেকে পাথর, ইট ছোড়া হয়েছে। বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। এখানেই শেষ নয়, দরজা ভেঙে বিদ্যাসাগর কলেজে ঢুকে ভাঙা হয়েছে বিদ্যাসাগরের ঐতিহ্যবাহী মূর্তি। অধ্যাপকের ল্যাপটপের ব্যাগ নিয়ে পালালো মিছিলে আগতরা।
বিজেপির গুন্ডাবাহিনীর দাপটে উত্তপ্ত কলকাতা। এদিন শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন গেরুয়া দলের কর্মী-সমর্থকরা। রোড শো শুরুর আগে ধর্মতলায় নির্বাচন কমিশনের গাড়িতে ভাংচুর চালানো হয়। তারপর কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজস্ট্রিট ক্যাম্পাস শেষে সেই আক্রোশে বাদ গেল না বিদ্যাসাগর কলেজ। সেই সঙ্গে লোপাট হল অধ্যাপকের ল্যাপটপ। অভিযোগ দায়ের করা হয়েছে থানায়।