নির্বাচন প্রক্রিয়া শেষ হলেই গড়িয়াহাটে আগুনে ক্ষতিগ্রস্ত হকাররা স্টল পাবেন। ক্ষতিগ্রস্ত হকারদের জন্য নতুন ভাবে স্টল প্রস্তুত করেছে কলকাতা পুরসভা। পুরসভা সূত্রে জানা গেছে, আগুনে ক্ষতিগ্রস্থ হকারদের জন্য মোট ৩০টি মডেল স্টল তৈরির নির্দেশ দেওয়া হয়। পুরসভার এন্টালি ওয়ার্কশপের মধ্যে ২০টি স্টল তৈরির কাজ শেষ হয়ে গেছে। বাকি আছে আর ১০টি স্টল তৈরির কাজ। হকারদের ৮ ফুট বাই ৪ ফুট জায়গা নির্দিষ্ট করে দেওয়া হয়েছে। সেগুলি খুব শিগগিরি শেষ হয়ে যাবে। গড়িয়াহাটের হকারদের জন্য পুরসভা থেকে আগেই স্টল দেওয়ার কথা ঘোষণা করা করেন মহানাগরিক ফিরহাদ হাকিম। আর নির্দেশেই চাকা লাগানো আধুনিক স্টল তৈরি করা হয়।
গড়িয়াহাটের ইন্দিরা হকারস ইউনিয়নের পক্ষ থেকে দেবরাজ ঘোষের বক্তব্য, “কাজ মোটামুটি শেষ। এখন শুধু ভোত মেটার অপেক্ষা”। প্রতিটি স্টলে নির্দিষ্ট জায়গার মধ্যে জিনিষপত্র রাখা এবং ক্রেতাদের জিনিষ দেখানোর জন্য জায়গা রাখতে হবে। একই সঙ্গে স্টলে বিজ্ঞাপন লাগানোর জায়গা রাখা থাকছে। তবে প্লাস্টিক ব্যবহারে পুরসভার কড়া নিষেধাজ্ঞা আছে। তাই বৃষ্টিতে যাতে হক্রদের কোনও সমস্যার মহদ্যে না পড়তে হয় তাই জন্য পুরসভা থেকে ছাতা দেওয়া হবে।