রবিবার ষষ্ঠ দফার পর কমিশন জানিয়ে দিয়েছিল বাংলায় মোটের ওপর শান্তিপূর্ণভাবেই শেষ হয়েছে লোকসভা ষষ্ঠ দফার ভোটগ্রহণও। কিন্তু গতকাল থেকেই একের বড় ঘটনায় বেশ কিছু এলাকা উত্তপ্ত হয়ে উঠেছে। কখন ঝাড়গ্রাম তো কখনও বাঁকুড়া। আর প্রায় সব ক্ষেত্রেই অভিযোগের তীর ওঠে বিজেপির দিকেই। আজও সেই হিংসাত্মক পরিবেশ অব্যাহত পুরুলিয়ায়। আর তার মাশুল গুনতে হল এক শিশুকে।
পুরুলিয়ার বাগমুণ্ডি থানার হুরুণ্ডা গ্রামের এক তৃণমূল সমর্থকের বাড়িতে বোমা ছোড়া হয়। তাতেই এক শিশু সহ ২ জন জখম হয়েছেন। জখম ২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে তাঁদের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, তৃণমূল সমর্থক মহরম মোবিনের বাড়িতে ওই বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। বোমার আঘাতে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভরতি সে।
কিছু বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা হঠাৎই এসে হামলা চালায় এই তৃণমূল সমর্থকের বাড়িতে। এমনই জানিয়েছে স্থানীয় পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তবে পুলিশ সূত্রে খবর, এখনও পর্যন্ত দুষ্কৃতীরা পলাতক। তাঁদের খোঁজ চলছে। এইরকম ঘটনা একদমই বাঞ্চনীয় নয় বলে মনে করছেন রাজনৈতিক মহলে। রাজনৈতিক টানাটানিতে পরে মাশুল দিতে হল এক শিশুকে।