সম্পন্ন হয়েছে ষষ্ঠ দফার ভোট। আর বাকি মাত্র এক দফা। কমিশন ইতিমধ্যেই জানিয়ে দিয়েছে এখনও পর্যন্ত সব দফার ভোটই মিটেছে শান্তিপূর্ণ ভাবে। কিন্তু শান্তির পথ কোনওদিনই পছন্দ নয় গেরুয়া শিবিরের, তাই শেষ দফা ভোটে বাংলায় অশান্তি বাঁধাতে বাংলায় ভিন রাজ্যের কর্মীদের এনে রেখেছে বিজেপি। এই খবর ছড়িয়ে পড়তেই সৃষ্টি হয়েছে চাঞ্চল্য।
সূত্রের খবর, ভোটের আগে গন্ডগোল পাকাতে বিজেপি উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড থেকে প্রচুর লোক এনে বারাসতের বিভিন্ন হোটেলে রেখেছে। সোমবার বারাসত পুরসভার উপ-পুরপ্রধান এবং বারাসত শহর তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অশনি মুখোপাধ্যায় জানান, রবিবার তিনি বিষয়টি জানার পরেই বারাসত থানায় এসে পুলিশের কাছে এই বিষয়ে অভিযোগ করেন।
অশনিবাবুর প্রশ্ন, রাজারহাট অঞ্চলে প্রচুর হোটেল আছে সেই সব ছেড়ে প্রায় ২০ কি.মি. দূরের হোটেল কি তাহলে হামলা করতে আসা বিজেপি কর্মীদের আত্মগোপন করে রাখতেই পছন্দ করা হল? কমিশনের কাছ থেকে এই বিষয়ে অতি দ্রুত পদক্ষেপ চেয়েছেন তিনি, কারণ শেষ দফার ভোট অনুষ্ঠিত হতে বাকি আর মাত্র ৪ দিন।
অশনি বাবুর থেকে এই অভিযোগ পাওয়ার পরেই বারাসত টাকি রোড সংলগ্ন একটি হোটেলে পুলিশ গিয়ে দেখে উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ডের বেশ কয়েকটি গাড়ি দাঁড়িয়ে আছে সেখানে। পুলিশ খোঁজ নিয়ে জানতে পারে রাজারহাটে অমিত শাহের সভার জন্যেই তাঁরা ওখানে আছেন, কিন্তু এখানেও বারেবারে ওঠে সেই প্রশ্ন, তাহলে রাজারহাটের কোনও হোটেলে কেন ওই বহিরাগতদের রাখা হল না?
পুলিশ সূত্রে খবর, উত্তরপ্রদেশ এবং ঝাড়খন্ড থেকে আসা ওই বহিরাগতদের ওপরে কড়া নজরদারি চালানো হচ্ছে। দ্রুত এই বিষয়ে পদক্ষেপ নেওয়া হবে বলেও তাঁরা জানিয়েছেন। শান্তিপূর্ণ ভোটে বিঘ্ন বাঁধাতে ভিনরাজ্যের কর্মী এনেছে বিজেপি তা নিঃসন্দেহে অত্যন্ত নিন্দাজনক।