নিজের ঢাক নিজে পেটাতে ভালই পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হ্যাঁ, সুযোগ পেলেই নিজের তারিফ করতে বা নিজের গুণগান গাইতে পিছুপা হন না তিনি। বিরোধীরাও এমন কটাক্ষ হামেশাই করে থাকেন যে, আত্মপ্রচারে মোদীর জুড়ি মেলা ভার। এমন দাবি যে মোটেই ভ্রান্ত নয়, তা প্রমান হয়ে গেছে দিনকয়েক আগেই। মাসখানেকের সময়সীমায় প্রধানমন্ত্রীর ৩৫টি সভা শুনে একটি সংবাদমাধ্যম সম্প্রতি দাবি করেছে, সব বক্তৃতা মিলিয়ে মোদী যে শব্দটি সব চেয়ে বেশি বার উচ্চারণ করেছেন তা হল, ‘মোদী’! এবং সংখ্যাটা— ১৭৬। হ্যাঁ, এক বার, দু’বার নয় মোদীর মুখে মোদীর নাম শোনা গেছে ১৭৬ বার। আর এবার দেখা গেল টেলিভিশন এয়ারটাইমেও এগিয়ে মোদী।
টেলিভিশন ভিউয়ারশিপ মনিটরিং এজেন্সি ব্রডকাস্ট অডিয়েন্স রিসার্চ কাউন্সিল (বিএআরসি)-র তরফে জানানো হয়েছে ১ এপ্রিল থেকে ২৮ এপ্রিলের মধ্যে যতগুলি নির্বাচনী প্রচার ও সভা হয়েছে তার টেলিভিশন এয়ারটাইম হিসেব করলে দেখা যাবে সকলকে পিছনে ফেলে দিয়েছেন মোদী। এমনকি রাহুল গান্ধীর থেকে তিনগুণ এয়ারটাইমে এগিয়ে তিনি। এই সময়ের মধ্যে ৭২২ ঘন্টা দেখানো হয়েছে প্রধানমন্ত্রীর সভা ও নির্বাচনী প্রচার। এবং যেসব সংবাদমাধ্যমে তা দেখানো হয়েছে, তার মধ্যে বেশিরভাগই বিজেপির ‘পেইড’ মিডিয়া বলে শোনা যাচ্ছে। তবে চৌকিদারের মতো প্রচারপ্রিয় তাঁর সেনাপতিও। বিএআরসি জানিয়েছে, বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ পেয়েছেন ১২৪ ঘন্টার টিভি এয়ারটাইম। স্বাভাবিকভাবে এ নিয়ে ইতিমধ্যেই আসরে নেমে পড়েছেন বিরোধীরা।