এই প্রথম ভারতে অনুষ্ঠিত হল মেয়েদের ক্রিকেট টি-টোয়েন্টি লিগ৷ হোক না তিন দলের খেলা, তবুও দর্শকমনে আবির্ভাবের ছাপ ফেলেছে মহিলাদের আইপিএল। শনিবার রাতে জয়পুরের সোয়াই মানসিং স্টেডিয়ামে উত্তেজক ফাইনালে ভেলোসিটিকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সুপারনোভাস। শুধু ট্রফি জেতাই নয়, ফাইনালে ৫১ রানের ইনিংস খেলে ম্যাচের সেরাও হয়েছেন সুপারনোভাসের অধিনায়ক হরমনপ্রীত কউর। স্বাভাবিকভাবেই তিনি খুশি।
শনিবারের ফাইনালে স্টেডিয়ামে উপস্থিত ছিলেন প্রায় ১৫ হাজার দর্শক। এই ব্যাপারটাও চমকে দিয়েছে হরমনপ্রীত-সহ সমস্ত মহিলা ক্রিকেটারদের। এই মহিলা আইপিএলের আয়োজকেরাও অভিভূত। তাঁরা জানান, বিদেশি মহিলা ক্রিকেটাররাও ভারতে টি২০ লিগ খেলার জন্য মুখিয়েছিলেন।
মহিলাদের আইপিএল শুরু করা নিয়ে বেশ কিছুদিন ধরেই সোচ্চার হরমন, মিতালি রাজরা। সেই অর্থে এই টি২০ লিগ চালু হওয়ায় তৃপ্ত তাঁরা। তবে হরমনরা ভবিষ্যতে আরও দল চান। হরমনের কথায়, “আমার কাছে এটা গ্রেট টুর্নামেন্ট। অনেক কিছু শিখলাম। এই কথাটা অন্য প্লেয়ারদের ক্ষেত্রেও প্রযোজ্য। সবাই আমরা এই টুর্নামেন্ট থেকে শিখেছি। এটাই প্রত্যাশিত ছিল। আমরা ভারতে একটা টি২০ লিগে খেলতে চেয়েছিলাম। সেদিক থেকে আমি খুবই খুশি। চাইব, মহিলাদের পরবর্তী টি২০ লিগে আরও ম্যাচ খেলতে। যেখানে আরও দল অংশ নেবে”৷