ভোটের আগে আবার বেকায়দায় পড়লো মোদী সরকার। মহাত্মা গান্ধীর হত্যাকারী আর.এস.এস এর নাথুরাম গডসে কে সন্ত্রাসবাদী বলায় কমল হাসানের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপির নেতারা।
কিছুদিন আগে ভোটের প্রচারে আরাবাকুরিচিতে গিয়ে তিনি বলেছিলেন, “আমাদের জাতির জনক মহাত্মা গান্ধীকে যিনি হত্যা করেছিলেন, সেই নাথুরাম গডসেই স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী। কিন্তু আর.এস.এস এর ও তাদের রাজনৈতিক সংগঠন বিজেপি নিজেদের স্বার্থসিদ্ধির জন্য বারবার তাঁকে আড়াল করে এসেছে। এমনকি নাথুরামকে ভগবানের আসনেও বসিয়েছেন তাঁরা।”
বিজেপির বিভিন্ন নেতা-মন্ত্রীদের বক্তব্য, কমল হাসানের রাজনৈতিক দল মাক্কাল নিধি মাইয়ামকে নিষিদ্ধ ঘোষণা করা হোক। এই নিয়ে নির্বাচন কমিশনের কাছেও কমল হাসানের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন তারা। এমনকি আরও এক ধাপ এগিয়ে তামিলনাড়ুর এক মন্ত্রী কেটি রাজেন্থরা বালাজি হুমকি দিয়েছেন, কমল হাসানের জিভ কেটে নেওয়ার। তবে এর পেছনে আর.এস.এস এর হাত আছে বলে মনে করছে বিভিন্ন রাজনৈতিক মহল।
অন্য দিকে, নরেন্দ্র মোদীর বিজেপি সরকার নির্বাচন কমিশনের ওপর ক্রমাগত চাপ দিচ্ছে কমল হাসান ও তাঁর দলকে ভোট থেকে নির্বাসিত করার জন্য। ভোটের আগে বিজেপি যে বারংবার মিথ্যে দেশভক্তির প্রচার করে দেশের সাধারণ মানুষকে বোকা বানাতে চায়, সেটা যে জনগন ধরে ফেলেছে এটা বুঝতে পেরেই অস্বস্তিতে বিজেপির কেন্দ্রীয় নেতারা।
যদিও নির্বাচন কমিশন এখনো অবধি এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। তাঁরা সংবাদমাধ্যমের সামনে কোনোরূপ মন্তব্য এখনো করেননি। প্রসঙ্গত, ভোটের প্রচারে গিয়ে কমল হাসান মন্তব্য করেছিলেন, ‘ভারতের প্রথম সন্ত্রাসবাদী মহাত্মা গান্ধীর ঘাতক নাথুরাম গডসে।’