অবশেষে শীর্ষ আদালতে জামিন পেলেন বিজেপি যুব মোর্চার নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। আজ মঙ্গলবার তাঁকে মুক্তি দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু তাঁকে বলা হয়েছে, অবিলম্বে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে ক্ষমা চেয়ে নিন।
প্রসঙ্গত, মেট গালায় বলিউড ডিভা প্রিয়াঙ্কা চোপড়ার ছবিতে মমতার মুখ বসিয়ে ফেসবুকে পোস্ট করেছিলেন বিজেপি যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। গ্রেফতার হন হাওড়ার বিজেপি যুব মোর্চা নেত্রী প্রিয়াঙ্কা শর্মা। জামিনের আর্জি জানিয়ে সোমবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় প্রিয়াঙ্কার পরিবার। মঙ্গলবার এই মামলার শুনানি হয়। ঘটনায় শীর্ষ আদালতের পর্যবেক্ষণ, মতপ্রকাশের স্বাধীনতা সকলেরই আছে কিন্তু তার অপব্যবহার করা হয়েছে। এই ধরনের ঘটনা দুঃখজনক। প্রিয়াঙ্কা শর্মাকে ক্ষমা তাঁর কাজের জন্য চাইতে বলা হয়েছে। এরপরই তাঁর জামিনের বিষয়টি বিবেচ্য হবে। শীর্ষ আদালতের বিচারপতি ইন্দিরা বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি সঞ্জীব খান্নার বেঞ্চ বলে, জামিন পেতে হলে লিখিতভাবে ক্ষমা চাইতে হবে প্রিয়াঙ্কাকে।
বিচারপতিদের কথায়, ‘তিনি একজন রাজনৈতিক দলের সদস্য। নির্বাচন চলছে। কোনও একজনের অনুভূতিকে আঘাত করা হয়েছে। কাজেই তাঁকে অবশ্যই ক্ষমা চাইতে হবে।
আইনজীবী এল কে কাউল বিজেপি নেত্রীর হয়ে আদালতে সওয়াল করেন৷ তিনি বলেন, ‘ওকে জামিন দেওয়া হোক৷ তারপর ওকে আমি ক্ষমা চাইতে বলতে পারি’৷ তখন বিচারপতিরা বলেন, ‘দেশে নিশ্চয় বাক্স্বাধীনতা আছে। তা বলে অন্যের মানহানিকর মন্তব্য করা যায় না’।