যেদিন কলকাতায় রোড শো করছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহ, সেদিনই নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সুর চড়ালেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যাদবপুরের সভামঞ্চ থেকে চরম হুঁশিয়ারি দিয়ে মমতা বলেন, ‘মোদী আর অমিত শাহ-ওরা সব দাঙ্গাবাজ। এরা নাকি ক্লিনচিট পেয়েছে দাঙ্গার মামলা থেকে। ওই ক্লিনচিটে কিছু হবে না। আবার খোলা হবে সব। হবে তদন্ত।’ অর্থাৎ তিনি বুঝিয়ে দিলেন, কেন্দ্রে তৃণমূল ক্ষমতাশালী হলে মোদীর বিরুদ্ধে এ নিয়ে ব্যবস্থা নেওয়ার পথে হাঁটবে তৃণমূল।
সেইসঙ্গে এদিনও বিজেপির হিন্দু-মুসলিম বিভেদ করার বিষয়টি নিয়েও সরব হয়েছেন তৃণমূল নেত্রী। বলেন, ‘বাংলায় একটু হিন্দু-মুসলিম, এনআরসি করার হুমকি দিয়ে কিচ্ছু করতে পারবেন না। গোল্লা পাবেন।’ অমিত শাহর নাম না করে তিনি বলেন, ‘যারা বাঙালিকে কাঙাল বলে, তাদের কান ধরে ওঠবোস করা উচিত।’
শুধু তাই নয়, তাঁর অভিযোগ, ‘সিআরপিএফের গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছে বিজেপি। চুঁনোপুটি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে কোটি কোটি টাকা চালান করছে।’ মমতার কথায়, ‘এভাবে টাকা দিয়ে ত্রিপুরা জিতেছেন। কিন্তু বাংলায় কোনও লাভ হবে না।’
এদিন সিপিএমকে একহাত নিলেও প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যর প্রশংসা করেন মমতা। বলেন, ‘সিঙ্গুর নন্দীগ্রাম নিয়ে অনেক সমস্যা হয়েছে বুদ্ধবাবুর সঙ্গে। পুলিশ আমাকে মেরেওছে। কিন্তু তিনি কখনও বিজেপির সমর্থক নন। আর এখন সিপিএম নেতারা তলেতলে বিজেপিকে জেতানোর চেষ্টা করছে।’
ইসঙ্গে উপস্থিত জনতার উদ্দেশে মমতা বলেন, ‘বাংলায় দুর্গাপুজো, সরস্বতী পুজো করতে পারেন না আপনারা? বলুন। আমরা এত আনন্দ করি দুর্গাপুজোতে, স্কুলে-স্কুলে সরস্বতী পুজো কত মজা করি আমরা। আর এরা এখন এখানে এসে পুজো নিয়ে বকবক করছে। ওদের থেকে যেন আমাদের শিখতে হবে!’