বাংলার অপমান কোনওভাবেই বরদাস্ত করা হবে না। মঙ্গলবার যাদবপুরের সভা থেকে সেটাই স্পষ্ট করে জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অমিত শাহের অমিত শাহের ‘কাঙাল বাংলা’ মন্তব্যের জন্য নাম না করে বিজেপি সভাপতির উদ্দেশ্যে তোপ দেগে মমতা বলেন, ‘’যারা বাঙলাকে কাঙাল বলে, তাদের কান ধরে ওঠবোস করানো উচিত।’
এদিন সভার শুরু থেকেই আক্রমণাত্মক মেজাজে ছিলেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘বাংলাকে কাঙাল বলে আবার ভোট চাইছেন, লজ্জা করে না ওদের৷ মানুষ এই অপমানের জবাব দেবে৷’ এখানেই না থেমে মমতা বলেন, ‘দেশজুড়ে মিথ্যা প্রতিশ্রিতি দিয়েছে ওরা৷ মানুষকে নাজেহাল করে ছেড়েছে৷ আবার বলেছে ‘বাংলা কাঙাল৷’ নিজের অপমান মানলেও বাংলা মায়ের অপমান মেনে নেবো না৷ একজন নেতা এসে বলছে, মমতা বাংলাকে কাঙাল বানিয়ে দিয়েছে। কাঙালের মানে জানে? বাঙালিকে কাঙালিকে বলছে একটাও ভোট দেবেন না। এত বড় সাহস ওদের। এদের কান ধরে ওঠ বোস করানো উচিত’৷
এদিন গত পাঁচ বছরে প্রতিশ্রুতি মতো কালো টাকা বিদেশ থেকে উদ্ধার করে জনগণের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কেন জমা পড়ল না তা নিয়ে প্রশ্ন তোলেন মমতা৷ সরব হন জিএসটি, নোটবন্দী নিয়েও৷ তুলনা টানেন বাংলায় তাঁর সরকারের উন্নয়ন নিয়েও৷ ভোটের সময় বিজেপি নেতারা মিথ্যা কথা বলছে জানিয়ে মমতা বলেন, ‘’বাংলায় একটু হিন্দু-মুসলিম, এনআরসি করার হুমকি দিয়ে কিচ্ছু করতে পারবেন না। গোল্লা পাবেন’। মমতার অভিযোগ, ‘সিআরপিএফের গাড়িতে করে টাকা নিয়ে যাচ্ছে বিজেপি। চুঁনোপুটি নেতাদের কেন্দ্রীয় নিরাপত্তা দিয়ে কোটি কোটি টাকা চালান করছে।’ মমতার কথায়, ‘এভাবে টাকা দিয়ে ত্রিপুরা জিতেছেন। কিন্তু বাংলায় কোনও লাভ হবে না।’