আসন্ন ইন্ডিয়া ওপেনে এই প্রথমবার ৫১ কেজি ক্যাটেগরিতে নামবেন ভারতীয় বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। ছ-বারের বিশ্বচ্যাম্পিয়ন ও লন্ডন অলিম্পিক্সে ব্রোঞ্জজয়ী মেরি কম অতীতে ৪৮ কেজি বিভাগে বিশ্বচ্যাম্পিয়ন হলেও, এই প্রথমবার তাঁকে ৫১ কেজি বিভাগে প্রতিদ্বন্দ্বিতা করতে দেখা যাবে।
এবার গুয়াহাটিতে অনুষ্ঠিত হতে চলেছে ইন্ডিয়া ওপেন। ২০ মে থেকে ২৪ মে পর্যন্ত এই খেলা অনুষ্ঠিত হবে। বিশ্ব চ্যাম্পিয়নশিপের প্রস্তুতির জন্য গতমাসে এশিয়ান চ্যাম্পিয়নশিপ থেকে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছিলেন ভারতের বিশ্ব চ্যাম্পিয়ন বক্সার মেরি কম। তাঁর পাখির চোখ যে এখন ২০২০ অলিম্পিক। বিশ্বজয়ীর প্রতিশ্রুতি, “২০২০ অলিম্পিক থেকে সোনা আনতে নিজেকে ১০০ শতাংশ উজাড় করে দেব”।