সিবিএসই-তে রাজ্যে দশম হয়েছে আরামবাগের সায়ক রানা। তারপরেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা এসে পৌঁছল সায়কের বাড়িতে। সায়কের বাড়ি আরামবাগের ফাঁসিবাগানে। বাবা গৌরাঙ্গ রানা বেসরকারি সংস্থার কর্মী, মা গীতা রানা গৃহবধূ। মমতা বন্দ্যোপাধ্যায়ের শুভেচ্ছাবার্তা আসার পর সারা পরিবারে খুশির হাওয়া। স্কুল পরিদর্শক অফিসারেরাই সায়কের বাড়িতে শুভেচ্ছাবার্তা পৌঁছে দিয়েছেন।
শুভেচ্ছাবার্তা পেয়ে উচ্ছ্বসিত সায়ক জানাল, “৫০০ মধ্যে ৪৮৭ পেয়েছি। খুশি হলেও বুঝিনি ১০ জনের মধ্যে একজন আমি। মুখ্যমন্ত্রীর শুভেচ্ছা আগামীদিনের পথ চলার পাথেয় হয়ে রইল”। সায়কের বাবা গৌরাঙ্গ রানা জানান, “সায়ক পদার্থবিদ্যা পড়তে চায়। ভবিষ্যতে ও গবেষনা করতে চায়। আশা করি ওর আশা পূর্ণ হবে”।