দুপুর থেকেই একের পর এক বিতর্কে জড়াচ্ছিলো বিজেপির রোড শো। কখনও পুলিসের সঙ্গে বিজেপি কর্মীদের বচসা, কখনও আবার কমিশনের পাঠানো গাড়িতে ভাঙচুর। অমিত শাহের মিছিল শুরুর আগেই শহরকে উত্তপ্ত করতে মাঠে নেমে পড়েছিলেন বিজেপির কর্মীরা। তাদের উত্তেজনা এতটাই যে অমিত শাহ পৌঁছনোর আগেই শুরু হয়ে যায় তাদের গৈরিক বাহিনীর মিছিল।
অমিত শাহ পৌঁছোন বিকেলের দিকে রোদ পড়ার পর। সন্তোষ মিত্র স্কোয়ার থেকে গাড়িতে চড়ে তিনি মিছিল শুরু করেন। গেরুয়া বাহিনীর এই মিছিল দেখতে শহর কলকাতা যে একদমই ইচ্ছুক নয় তা বোঝা গেল মিছিলের জনসমাগম দেখে। মিছিলে শহরের কর্মীদের থেকে বাইরের জেলার কর্মী সমর্থকদেরই চোখে পড়ছিলো বেশি।
গৈরিক বাহিনীর এই উত্তপ্ত মিছিল অবশেষে থমকে যায় কলেজ স্ট্রিটে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে কালো পতাকা নিয়ে হাজির হয়েছিলেন শহরের ছাত্রনেতারা। অমিত শাহকে কালো পতাকা দেখিয়ে তাঁরা বুঝিয়ে দিতে চেয়েছিলেন, গুজরাট দাঙ্গার অন্যতম মুখ ও দেশের গণতন্ত্রের হত্যাকারীকে কিছুতেই এখানে জায়গা ছেড়ে দেওয়া হবে না। সেই লক্ষ্যেই অবিচল ছিলেন ছাত্র নেতারা। বেগতিক দেখে অমিত শাহ সেখানে পৌঁছানোর আগেই মোদীর ব্যানার দিয়ে প্রাণপণে সেই কালো পতাকা ঢেকে দেওয়া চেষ্টা করেন বিজেপি কর্মীরা। তাতেও ছাত্রনেতারা না দমায় সেই গুটিকয়েক ছাত্রদের লক্ষ্য করে ইট বৃষ্টি করতে শুরু করেন তাঁরা। ডিজে, ঢাক বাজিয়ে তাদের স্লোগানের শব্দকে চাপা দেওয়ার মরিয়া চেষ্টা চলে। নামানো হয় র্যাফ। পরে পুলিশ এসে পরিস্থিতি কিছু আয়ত্তে আনে। বিজেপির বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা দায়ের করেছে ছাত্রনেতারা।