কলেজ স্ট্রিটে ছাত্রদের ওপর ইটবৃষ্টির পর আবার ধুন্ধুমার কান্ড বিধান সরণিতে। এবার বিদ্যাসাগর কলেজে ঢুকে তাণ্ডব চালানোর অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। সাথে ভেঙে দেওয়া হয় কলেজে থাকা বিদ্যাসাগরের মূর্তিও। আগুন জ্বালিয়ে দেওয়া হয় কলেজ গেটের সামনে দাঁড় করানো তিনটে বাইকে।
গেরুয়া শিবিরের দাবি, রোড শো যাওয়ার সময় কলেজের ভিতর থেকে ইটবৃষ্টি করা হয়েছে। যদিও অভিযোগ অস্বীকার করেছে সেইসময় কলেজে থাকা সাধারণ ছাত্ররা। পরিস্থিতি সামাল দিতে কলেজে আক্রমণকারী বিজেপি কর্মীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।
প্রথমে কলেজ স্ট্রিটে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সামনে অমিত শাহের রোড শো যাওয়ার সময় কালো পতাকা দেখায় ছাত্রনেতারা। তাদের সরানোর জন্য সেইসময় বিজেপির সমর্থকরা ইটবৃষ্টি করে। এরপর বিদ্যাসাগর কলেজের সামনে আরও একবার ধুন্ধুমার বেঁধে যায়। হঠাৎই গেরুয়া শিবিরের কর্মীরা ঢুকে পড়েন কলেজ ক্যাম্পাসে। কলেজের সামনে থাকা তিনটি বাইকে আগুন ধরিয়ে দেওয়া হয়। সঙ্গে কলেজ ক্যাম্পাসেও ভাঙচুর করা হয় বলে অভিযোগ।