নির্বাচন শেষ লগ্নে যত উপস্থিত ততই বিজেপি নেতৃত্ব লাগামহীন হয়ে যাচ্ছে। কখনও চলছে ব্যক্তি আক্রমণ আবার কখনও কাজে বেপরোয়া। শুধু নেতৃত্ব নয় বেপরোয়া দলীয় কর্মীরাও। কেউ বিজেপি বিরোধী কথা বললেই চলে হামলা। আর এইবার নির্বাচন কমিশনও বাদ পড়ল না। অমিত শাহর সভাস্থল থেকে হোর্ডিং, কাট-আউট সরিয়ে দেওয়ায় নির্বাচন কমিশনের গাড়িতে ভাঙচুর চালালো উত্তেজিত বিজেপি কর্মী-সমর্থকরা৷ মঙ্গলবার নির্বাচন কমিশনের প্রতিনিধিদের সামনেই লেনিন সরণীর দু ধারের রাস্তা থেকে বিজেপির হোর্ডিং, কাট-আউট খুলে দেয় পুলিশ৷এরপরই বিজেপি কর্মীরা কমিশনের গাড়ি ভাঙচুর করে৷
প্রসঙ্গত, অমিত শাহের রোড শো উপলক্ষে মঙ্গলবার লেনিন সরণির দুই ধার সাজানো হয়েছিল একাধিক ফ্লেক্স দিয়ে। কিন্তু রোড-শো শুরু হওয়ার আগেই সেগুলো খুলে ফেলে পুলিশ। তাঁদের কথায়, সরকারের সম্পত্তির উপর ফ্লেক্সগুলি লাগানোয় সেগুলি খুলে ফেলা হয়েছে। এরপরই হোর্ডিং সরানোকে কেন্দ্র উত্তপ্ত হয়ে উঠে ধর্মতলা চত্বর। পুলিশের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী-সমর্থকরা৷ সরিয়ে দেয় পুলিশ। প্রতিবাদে বেশ কিছুক্ষণের জন্য লেনিন সরণী অবরোধও করেন তারা। ঘটনাস্থলে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা গেলে তাঁদের গাড়িও ভাঙচুর করে উত্তেজিত বিজেপি সমর্থকরা৷