চলতি লোকসভা নির্বাচনে নকুলদানার তত্ত্ব দিয়েছেন বীরভূম জেলা সভাপতি অনুব্রত মন্ডল।বীরভুমের ওই তীব্র রোদে অপেক্ষারত ভোটারদের যাতে কষ্ট না হয় তার জন্যে তাঁদের জল নকুলদানা দেওয়ার নিদান দিয়েছিলেন তিনি। এবার কলকাতাতেও সেই একই কথা বললেন তিনি।
দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের সমর্থনে নির্বাচনী সভায় করলেন বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। তিনি তার বক্তৃতায় দক্ষিণ কলকাতার ভোটারদের ভোটের দিন নকুলদানা খাওয়ানোর বিধান দিলেন এই তৃণমূল নেতা। আগামি ১৯ তারিখ শেষ দফায় ভোট কলকাতায়। তাই এখানেও যাতে ভোটারদের নকুলদানা দেওয়া হয় সেই কথা বলেন তিনি।
অনুব্রত মণ্ডল বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে লড়াই করার মতো পাঙ্গা নেই বিজেপির। সিপিএমের ৩৪ বছরে অপশাসনের অভিযোগ করে বিভিন্ন ঘটনার কথা উল্লেখ করেন তৃণমূলের এই নেতা। বাংলার শান্তি যে ফিরিয়ে এনেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সেই কথা বারেবারে ফিরে আসে তাঁর বক্তব্যে।
অনুব্রত বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় শান্তি ফিরিয়ে এনেছেন। সেই শান্ত বাংলাকে অশান্ত করার চেষ্টা চালাচ্ছে বিজেপি। বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে লড়াইয়ের ডাক দেন তিনি। তিনি আরও জানান, গত পাঁচ বছর ধরে যেভাবে মানুষকে মিথ্যা কথা বলে ঠকিয়েছেন মোদী, মানুষ ভোট বাক্সে তার প্রত্যুত্তর দেবেন। মোদীর ভাঁওতাবাজি যে আর চলবে না সেই কথাও জানিয়ে দেন অনুব্রত।
লেক মার্কেটের সামনে আয়োজিত এই নির্বাচনী সভায় অনুব্রত মণ্ডল ছাড়াও বক্তব্য রাখেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় সহ অন্যান্য নেতারা। ছিলেন দক্ষিণ কলকাতার তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ও। বেহালার পর্ণশ্রীর ১৩১ নম্বর ওয়ার্ডে দক্ষিণ কলকাতার লোকসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী মালা রায়ের এর সমর্থনে একসভায় বক্তব্য রাখেন বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল। সভাস্থলে নকুলদানা বিতরণ করা হয়।