ইদানীং তাঁর ভাষণ শুনতে লোকই আসছে না। দর্শকের চেয়ে ফাঁকা চেয়ারের সংখ্যাই বেশি দেখা যাচ্ছে তাঁর সভায়। এ নিয়ে আগে থেকে অস্বস্তি তো ছিলই, তবে এবার যা ঘটল তাতে ফের মুখ পুড়ল বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের। খবর, সোমবার বারুইপুরে যে জমিতে শাহের জনসভা করার কথা ছিল, রবিবার রাতে থানায় গিয়ে সভার অনুমতি প্রত্যাহার করে নেন সেই জমির মালিক৷ যার ফলে শাহর জনসভা ঘিরে তৈরি হয়েছে অনিশ্চয়তা৷ তাঁর সভার জন্য জমি দিয়েও তা কেড়ে নেওয়ায় স্বাভাবিক ভাবেই মুখ পুড়েছে শাহের।
প্রসঙ্গত, নির্বাচনী প্রচারে বারবারই এ রাজ্যে আসছেন মোদী-শাহরা৷ সোমবার এ রাজ্যে তিনটি জনসভা করার কথা শাহের৷ প্রথমটি ক্যানিংয়ে, দ্বিতীয়টি বারুইপুরে ও তৃতীয়টি রাজারহাটে৷ কিন্তু বারুইপুরে সীতাকুণ্ডুর জনসভাটি ঘিরেই তৈরি হয়েছে তীব্র অনিশ্চয়তা৷ সূত্রের খবর, প্রথমে অনুমতি দিলেও, রবিবার রাতে স্থানীয় থানায় গিয়ে সেই জনসভা ও হেলিপ্যাড তৈরির অনুমতি প্রত্যাহার করেন ওই জমির মালিক৷ প্রত্যাহারের কারণ সম্পর্কে এখনও কোনও স্পষ্ট তথ্য জানা যায়নি৷ তবে জানা গেছে জমির মালিক ইচ্ছুক নয় বিজেপিকে সভার জন্য জমি দিতে।
রাজ্য বিজেপি সূত্রে খবর, রোববার রাত থেকেই বিজেপির সর্বভারতীয় সভাপতি কলকাতায় রয়েছেন৷ এই জটিলতার বিষয়টি তাঁকে জানান হয়েছে৷ তবে এখনও কোনও বিকল্প পরিকল্পনা তৈরি হয়নি৷ যার ফলে বেজায় অস্বস্তিতে গেরুয়া শিবির।