ভোটের বাজারে এর আগে বিতর্কে নাম জড়িয়েছিলো অনেক নেতা মন্ত্রীর। এবার লোকসভা ভোটের আগে প্রচারে গিয়ে নয়া বিতর্কে জড়ালেন অভিনেতা-রাজনীতিক কমল হাসান। রবিবার চেন্নাইয়ে প্রচারে গিয়ে মাক্কাল নিধি মাইয়ামের প্রতিষ্ঠাতা কমল বলেন, “এই গান্ধীমূর্তির সামনে দাঁড়িয়ে আমি এ কথা বলছি, ওনাকে যিনি খুন করেছিলেন সেই নাথুরাম গডসেই স্বাধীন ভারতের প্রথম সন্ত্রাসবাদী ছিলেন।”
আরাবাকুরিচিতে আসন্ন উপনির্বাচনে নিজের দলের প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে কমল আরও বললেন, “আমি গান্ধীর পৌত্র। তাই আমিও ওনার শান্তির বার্তাই সারা দেশে ছড়িয়ে দিতে চাই। এটুকু বলতে পারি আমি একজন শান্তিকামী ভারতীয় এবং সাধারণ মানুষের মতো আমিও চাই এই দেশে শান্তি ও সাম্য বজায় থাকুক।”
আগামী ১৯শে মে ভোট রয়েছে ওই আসনে। তার আগে এই মন্তব্য করে ভোটের আগে বিতর্ক উস্কে দিলেন তিনি। এর আগে, পাক অধিকৃত কাশ্মীরকে আজাদ কাশ্মীর বলে উল্লেখ করেও বিতর্কে জড়িয়েছিলেন তিনি।