লোকসভা নির্বাচন শেষ লগ্নে এসে উপস্থিত। আর চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। কেউ আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতেও দেরি হচ্ছে না। আর তাতেই ভোটের আবহ গরম হয়ে যাচ্ছে। উল্লেখ্য, রাজস্থানের আলওয়ারে গণধর্ষণের ঘটনায় তরজায় জড়িয়েছেন তাঁরা। ‘দলিত মেয়ের ধর্ষণ নিয়ে বহেনজি কুমিরের কান্না’ কাঁদছেন বলে কটাক্ষ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। সোমবার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে পালটা তোপ দাগতে গিয়ে তাঁর স্ত্রীকে টেনে আনলেন বসপা সুপ্রিমো মায়াবতী।
এক সাংবাদিক বৈঠকে মায়াবতী বলেন, ‘আলওয়ার কাণ্ডে চুপ ছিলেন নরেন্দ্র মোদী। এবার তা নিয়ে নোংরা রাজনীতির চেষ্টা করছেন তিনি। যাতে তাঁর দল নির্বাচনে সুবিধা পায়। এটা অত্যন্ত লজ্জার। অন্যের স্ত্রী-বোন’দের কীভাবে সম্মান করবেন, যখন রাজনৈতিক ফায়দা তুলতে উনি নিজের স্ত্রীকেই ত্যাগ করেছেন?’
প্রসঙ্গত, রবিবার উত্তরপ্রদেশে ভোট-প্রচারে গিয়ে আলওয়ার গণধর্ষণ নিয়ে মায়াবতীকে আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী মোদী। বলেছিলেন, ‘দলিত মেয়ের ধর্ষণের পরও রাজস্থানে কংগ্রেসের সরকারের উপর থেকে সমর্থন তুলছেন না বহেনজি। কুমিরের কান্না কাঁদছেন আপনি।’ আর তারপরই আসরে নামেন বসপার সুপ্রিমো। মোদীকে তাঁর আক্রমণে পাল্টা জবাব দিয়ে দিলেন মায়াবতী।