গত ৩ মে হাতবদল হয়েছে বলিউডের বিখ্যাত আর কে স্টুডিও। বলিউড ইতিহাসের এক অমূল্য অধ্যায় অধিগ্রহণ করল গোদরেজ প্রপার্টিজ। ১৯৪৮ সালে রাজ কাপুর তাঁর ফিল্ম প্রোডাকশন সংস্থা আর কে ফিল্মস তৈরি করার পর ১৯৫০ সালে গড়ে তোলেন এই স্টুডিয়ো।
এই আর কে স্টুডিওর অন্দরেই সৃষ্টি হয়েছিল আওয়ারা, শ্রী৪২০, জিস দেশমে গঙ্গা বহতি হ্যায়, মেরা নাম জোকার, ববি, সত্যম শিবম সুন্দরম, প্রেমরোগ, রাম তেরি গঙ্গা মইলির মতো অনবদ্য সব ছবি। কিন্তু দু’বছর আগে বিধ্বংসী অগ্নিকাণ্ডের পর আর কে স্টুডিওর পুনর্নিমাণের কথা মাথায় আনেননি কাপুর পরিবার। সম্প্রতি এই বিষয়ে মুখ খুলেছেন আর কে স্টুডিওর প্রতিষ্ঠাতা রাজ কাপুরের নাতি রণবীর কাপুর। তিনি জানালেন, “অবশ্যই একটা দুঃখ থেকেই যাবে, কিন্তু তিনি আর কে স্টুডিয়োর ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাবেন”।
রণবীর বলেন, “আর কে স্টুডিয়ো বিখ্যাত হয়েছিল আমার ঠাকুরদার জন্যে। তাঁর প্রতিভা এবং ছবির জোরেই তৈরি হয়েছিল এই স্টুডিয়ো। খারাপ তো লাগছেই যে স্টুডিয়োটা আর থাকবে না। তবে আর কে আমাদের মধ্যেই রয়ে গেছে। সেই ঐতিহ্যকে আমি আমার কাজের মাধ্যমে এগিয়ে নিয়ে যাওয়ার আপ্রাণ চেষ্টা করব”।