লোকসভা নির্বাচনের এক দফা বাকি। আর তার মধ্যেই সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়ছে। মুদ্রা স্ফীতি উর্ধমুখী। যা দৈনন্দিক জীবনে প্রভাব ফেলবে। আর সেটাই গেরুয়া শিবিরে কিছুটা হলেও কোণঠাসা হয়ে পড়ল জাতীয় রাজনীতিতে।
গত এপ্রিল মাসে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে। খাদ্যপণ্যের মূল্যবৃদ্ধির জন্য ওই মাসে খুচরো পণ্যে মুদ্রাস্ফীতি বেড়েছে ২.৯২ শতাংশ। সেন্ট্রাল স্ট্যাটিসটিকস অফিসের দেওয়া তথ্য অনুযায়ী, মার্চে ভোগ্যপণ্যের মূল্যসূচক ছিল ২.৮৬ শতাংশ। ২০১৮ সালের এপ্রিলে ওই মূল্যসূচক ছিল ৪.৫৮ শতাংশ।
এবছরের মার্চে খাদ্যপণ্যের দাম বেড়েছিল ০.৩ শতাংশ। এপ্রিলে তা বেড়ে হয় ১.১ শতাংশ। প্রায় অনেকটাই বেড়ে গেছে একলাফে। নির্বাচনের আগে যা বিরোধীদের হাতিয়ার হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেজ্ঞগণ।