গত মাসে বসিরহাটের প্রচারসভা থেকে গুলি চালানোর নিদান দিয়েছিলেন সায়ন্তন বসু৷এর জেরে কমিশনের কোপে পড়েছিলেন তিনি। আবারও সেই এক কাজ করলেন তিনি। এবার নিজের কুমন্তব্যের পরিপ্রেক্ষিতে সাফাইয়ের সুর গেরুয়া শিবিরের সৈনিকের গলায়৷ সোমবার সকালের জনসভা থেকে আবারও কেন্দ্রীয় বাহিনীকে গুলি চালানোর নিদান দিলেন সায়ন্তন৷ সায়ন্তনের এই কুআচরণের পরিপ্রেক্ষিতে পাল্টা জবাব দিলেন জ্যোতিপ্রিয় মল্লিক।
আজ সকালে বসিরহাট কলেজ বাজারে প্রচারে গিয়ে সায়ন্তন বলেন, ‘‘যারা বুথ দখল করতে আসবে, তাদের বুকে কেন্দ্রীয় বাহিনীকে গুলি করতে বলব৷’’ ঠিক কয়েকদিন আগে জনসভা থেকে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও আক্রমণ করেছিলেন সায়ন্তন৷ সেদিন ‘লাথি মারা’র কথা বলেছিলেন তিনি৷ জেলা তৃণমূল সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, ‘‘বসিরহাটে এসব কথা বলে হাততালি পাওয়ার চেষ্টা করছেন সায়ন্তন৷ আদতে এটা অশিক্ষার নমুনা৷ ২৩ মে-র পর বসিরহাটের মানুষ মাথা ন্যাড়া করে ঘোল ঢেলে ঘোরাবে ওকে৷’’
ওয়াকিবহাল মহলের মতে, বিরোধীদের আক্রমণ কিংবা নির্বাচন কমিশনের নোটিসকে থোড়াই পরোয়া করেন সায়ন্তন বসু৷ বরং রাজনীতির ময়দানে কুবাক্যকে হাতিয়ার করেই ভোটযুদ্ধে বাজিমাত করতে চাইছেন বিজেপি প্রার্থী৷ তবে তিনি যে এইভাবে ভোটব্যাঙ্ক দখল করতে পারবেন না তাও জানাচ্ছে রাজনৈতিক মহল।
উল্লেখ্য, গত মাসে বসিরহাটের প্রচারসভা থেকে গুলি চালানোর নিদান দিয়েছিলেন সায়ন্তন বসু৷ তিনি বলেছিলেন, ‘‘নির্বাচনের দিন বুথ যেই দখল করতে আসুক, সে শাহজাহানই হোক আর ঔরঙ্গজেব, কেন্দ্রীয় বাহিনীকে বলব তার বুকে গুলি করতে৷’’ প্রচারে বিতর্কিত মন্তব্য করার জন্য সায়ন্তন বসুকে নোটিস দিয়েছিল কমিশন। পুলিশ স্বতঃপ্রণোদিতভাবে এফআইআরও দায়ের করে। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই আবার একই ভাষায় বিতর্কিত মন্তব্য করে বসলেন বসিরহাটের বিজেপি প্রার্থী৷