রাজ্যে সপ্তম ও শেষ দফার নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাংলা ও বাঙালিকে নিয়ে তীব্র নিন্দায় মেতে উঠছেন বিজেপি নেতা-কর্মীরা। এবার শেষ দফার নির্বাচনের আগে জয়নগরে সভা থেকে বাংলাকে ‘কাঙাল বাংলা’ বলে অপমান করলেন বিজেপির রাজ্য সভাপতি অমিত শাহ।
বিজেপি সভাপতির এই মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন তৃণমূলের রাজ্যসভার দলনেতা তথা প্রধান জাতীয় মুখপাত্র ডেরেক ও’ব্রায়েন। একটি টুইটে ক্ষোভ উগড়ে দিয়েছেন তিনি। লিখেছেন, ‘আজকের একটি সভা থেকে এই রাজ্যকে ‘কাঙাল বাংলা’ বলার স্পর্ধা করেছেন ঘৃণ্য অমিত শাহ। সপ্তম দফার ভোটে বাংলার মানুষ মোদী এবং শাহকে এর যোগ্য জবাব দেবে। এমন বক্তব্যে বাংলাকে চূড়ান্ত অপমান করা হয়েছে’।
অমিত শাহের এই মন্তব্যের পরেই ক্ষোভে ফেটে পড়েছেন বাঙালিরা। তাঁদের প্রশ্ন, বাংলা যদি কাঙালই হয়, তাহলে এ রাজ্যে সভা করতে এলেন কেন অমিত শাহ? রাজনৈতিক বিশ্লেষকদের মতে, বাংলা ও বাঙালি বিজেপির বহুদিনের টার্গেট। কখনও বাঙালিকে ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়ার হুমকি, আবার কখনও বাংলার সব বুথ স্পর্শকাতর করতে চেয়ে বাংলাকে অপমানের ছক কষেছে বিজেপি এবং অমিত শাহ। ‘কাঙাল বাংলা’ বলে এই রাজ্যকে বিজেপি নেতারা কতটা নীচু নজরে দেখে সেটাই আরও একবার প্রমান করলেন বিজেপি সভাপতি অমিত শাহ।