২০১৯ লোকসভা নির্বাচনের প্রচার মঞ্চে দাঁড়িয়ে ফের দেশভাগের জিগির তুলে কংগ্রেসকে আক্রমণ করলেন বিজেপি প্রার্থী। বিজেপি নেতারা একাধিকবার বলেছেন দেশভাগের জন্য একমাত্র কংগ্রেসই দায়ী, একথা নতুন নয়। কিন্তু নির্বাচনী প্রচারের মঞ্চে এই প্রথম কোনও বিজেপি নেতা এই ইস্যুতে কথা বললেন।
মধ্যপ্রদেশের রতলাম-ঝাবুয়া লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী গুমন সিং দামর শনিবার বলেছেন, “জিন্না অত্যন্ত শিক্ষিত ব্যক্তি ছিলেন। তিনি প্রধানমন্ত্রী হলে দেশভাগ হত না”।
কয়েকদিন আগে সদ্য বিজেপি ছেড়ে আসা পাটনা সাহিবের কংগ্রেস প্রার্থী শত্রুঘ্ন দাবি করেছিলেন, গান্ধীজি থেকে জিন্না, নেহরু থেকে বল্লভ ভাই প্যাটেল সকলেরই দেশের স্বাধীনতার লড়াইয়ে বড় অবদান রয়েছে। শনিবার বিজেপি প্রার্থী গুমন সিংয়ের এই মন্তব্য শত্রুঘ্নের দাবির পাল্টা বলে মনে করছে রাজনৈতিক মহল। শত্রুঘ্ন সিনহা দাবি করেছিলেন, “গান্ধী থেকে জিন্না, নেহেরু থেকে বল্লভ ভাই প্যাটেল সকলেই কংগ্রেসের অংশ। এঁরা সকলেই কংগ্রেস পরিবারের অংশ। দেশের বিকাশে কংগ্রেস পরিবারের অবদান সবচেয়ে বেশি”।