লোকসভা নির্বাচন শেষ লগ্নে এসে উপস্থিত। আর চলছে আক্রমণ, পাল্টা আক্রমণের পালা। কেউ আক্রমণ করলে তার পাল্টা জবাব দিতেও দেরি হচ্ছে না। আর তাতেই ভোটের আবহ গরম হয়ে যাচ্ছে। এইবার সেই তালিকায় নতুন সংযোজন তামিলনাড়ুর কংগ্রেস প্রধান কে এস আলাগিরি। নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে আরএসএস–কে এক আসনে বসালেন তিনি।
তিনি অভিযোগ করেছেন, আইএস জঙ্গি সংগঠন যেমন তাঁদের নীতি বিরুদ্ধে কথা বললে তাকে ঘৃণা করে, আরএসএসও ঠিক তাই। অর্থাৎ তিনি বোঝাতে চেয়েছেন নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএসের সঙ্গে আরএসএসের নীতির কোনও অমিল নেই। দুই দলেরই নীতি এক।
সোমবারই কমল হাসান অভিযোগ করেছেন দেশের সবচেয়ে বড় জঙ্গি একজন হিন্দু। তিনি গান্ধীজির হত্যাকারী নাথুরাম গডসে। কমল হাসানের এই বক্তব্যকে সমর্থন জানাতে গিয়েই এই মন্তব্য করেন আলাগিরি। তিনি অভিযোগ করেছেন আরএসএস চায় যাঁরা তাঁদের নীতির বিরুদ্ধে কথা বলেন তাঁদের নিকেষ করে দিতে। ঠিক এই ভাবেই কাজ করে নিষিদ্ধ জঙ্গি সংগঠন আইএস। তাঁদের নীতির বিরুদ্ধে যদি কোনও মুসলিমও কথা বলে তাহলে তাঁকেও শেষ করে দিতে পিছপা হয় না এঁরা।
লোকসভা নির্বাচনের শেষ দফায় এসে ভোটের বাজার খুব গরম হয়ে গেছে। চলছে অভিযোগ পাল্টা অভিযোগের পালা।