দীর্ঘ বিরতির পর অবশেষে শনিবার কাজে ফিরলেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান৷ পাকিস্তান থেকে ফেরার পর এই প্রথমবার রাজস্থানের সুরাটগড় এয়ার ফোর্স স্টেশনে পোস্টিং হল তাঁর। যদিও ভারতীয় বায়ুসেনার তরফে এনিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি৷ গোপনীয়তা বজার রাখতেই কিছু বলা হয়নি৷ শুধু এটুকু নিশ্চিত করা হয়েছে যে রাজস্থানেই পোস্টিং হয়েছে অভিনন্দনের। ফের ফাইটার জেট ওড়াবেন কিনা অভিনন্দন সে বিষয়টি এখনও স্পষ্ট নয়।
পাকিস্তান থেকে মুক্ত হয়ে ভারতে ফেরার পর মেরুদণ্ডে চোট, পাঁজরের হাড়ে চিড় নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে থাকতে হয়েছিল অভিনন্দনকে৷ সেনা হাসপাতালে চিকিৎসকদের থেকে ছাড়পত্র পাওয়ার পরই শ্রীনগরের বায়ুসেনার স্কোয়াড্রনে যোগ দেন তিনি। যেখানে সহকর্মীদের সঙ্গে একেবারে অন্য মুডে ধরা দিয়েছিলেন উইং কমান্ডার৷
গত ১৪ ফেব্রুয়ারি রক্তে লাল হয়েছিল পুলওয়ামা৷ জঙ্গি হামলায় শহিদ হন চল্লিশেরও বেশি সিআরপিএফ জওয়ান৷ গোটা ঘটনায় দেশবাসীর মনে ক্ষোভের আগুন জ্বলতে শুরু করে৷ পুলওয়ামায় হামলার ঠিক বারোদিনের মাথায় বোমারু যুদ্ধবিমান মিরাজ-২০০০ এর মাধ্যমে আকাশপথে পাকিস্তানের বালাকোটে হামলা চালায় ভারতীয় বায়ুসেনা৷ ধ্বংস করে দেওয়া হয় বেশ কয়েকটি জঙ্গিঘাঁটি৷ ফের ভারতে আঘাত হানতে চায় পাকিস্তান। কিন্তু তার যোগ্য জবাব দেয় ভারত৷ ধাওয়া করে পাকিস্তানের এফ-১৬ বিমান গুলি করে নামান ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন৷ যদিও সীমানা পেরিয়ে ঢুকে যাওয়ায় পাকিস্তান বন্দি করে অভিনন্দনকে৷ ৬০ ঘণ্টা পাকভূমে থাকার পর দেশে ফেরেন তিনি৷