২৩ মে আগামী পাঁচ বছর দিল্লীর মসনদে কে দখল করবে তার ভাগ্য নির্ধারণ। আর তার ৪ দিনের মাথায় পশ্চিমবঙ্গে উচ্চমাধ্যমিকের ফলাফল। পর্ষদ সূত্রের খবর আগামী ২৭ মে উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতে চলেছে। সকাল ১০টায় সাংবাদিক বৈঠক করে ফলাফল প্রকাশ করবেন উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের চেয়ারপার্সন। সকাল সাড়ে দশটা থেকে ওয়েবসাইটে মিলবে ফলাফল।
প্রতি বছরের মতো এবছরও সাংবাদিক বৈঠক করে প্রথম দশ স্থানাধিকারির মেধাতালিকা প্রকাশ করবে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। সাংবাদিক বৈঠকের পরই ফলাফল প্রকাশিত হবে ওয়েবসাইটে। পর্ষদ নির্ধারিত ওয়েবসাইটে নিজেদের রেজিস্ট্রেশন নম্বর দিলেই ফলাফল জানতে পারবেন পরীক্ষার্থীরা। এসএমএসের মাধ্যমেও জানা যাবে ফল। ২৭ তারিখেই স্কুলে স্কুলে দেওয়া হবে মার্কশিট। এবছর উচ্চমাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছিল ২৬ ফেব্রুয়ারি।শেষ হয় ১৩ মার্চ। অর্থাৎ, পরীক্ষার ৭৪ দিনের মাথায় প্রকাশিত হতে চলেছে উচ্চমাধ্যমিকের ফল। আগামী ২৭ মে সকাল সাড়ে দশটার পরই নির্ধারিত হয়ে যাবে ওই ৮ লক্ষেরও বেশি পরীক্ষার্থীর ভাগ্য।