আইপিএল ট্রফি হয়তো রোহিত শর্মারা ছিনিয়ে নিয়ে গেছে গতকাল, তবে চেন্নাইয়ের প্রাপ্তির ভাঁড়ার কিন্তু একেবারেই শূন্য নয়৷ সিএসকের স্পিনার ইমরান তাহির পেয়েছেন পার্পল ক্যাপ৷
তাহির এ দিন মুম্বইয়ের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে দুটি উইকেট তুলে নেন। আর সেই সুবাদেই ২০১৯ আইপিএল সিজনে মোট ২৬টি উইকেট তুলে নিলেন ইমরান তাহির। এই নজিরের জন্যই তাঁর মাথায় উঠল পার্পল ক্যাপ৷
মুম্বইয়ের সঙ্গে ফাইনাল ম্যাচে তাহির ইশান কিষান এবম সূর্যকুমার যাদবের মতো দুটি গুরুত্বপূর্ণ উইকেট তুলে নেন। আর তারপরেই ইতিহাসের পাতায় নিজের নামটা লিখিয়ে নিলেন।
দুই তারকা স্পিনারের রেকর্ড ভেঙে নতুন রেকর্ড গড়লেন তিনি। আর সেই দুই স্পিনারের একজন তাঁরই দলের বর্তমান সতীর্থ। তিনি হরভজন সিং। ২০১৩ সালের আইপিএল-এ মোট ২৪টি উইকেট নিয়েছিলেন হরভজন। এ ছাড়া সুনীল নারিনও ২৪টি উইকেট নিয়ে হরভজনের পাশেই নিজের নাম লিখিয়ে নিয়েছিলেন। ২০১২-র আইপিএল-এ ২৪টি উইকেট নিয়েছিলেন নারিন।