আজ ষষ্ঠ দফার লোকসভা নির্বাচন৷ সকাল থেকেই বিভিন্ন জায়গা থেকে শোনা যাচ্ছে বিরোধীদের দ্বারা সৃষ্ট গন্ডগোলের কথা৷ এবার সামনে উঠে এল কাঁথি৷ আজ কাঁথিতেও নির্বাচন৷ ভোটের আগের দিনই এক তৃণমূল কর্মীর মৃত্যু ঘিরে এলাকায় উত্তেজনা ছড়ায়৷
গতকাল রাত ১২টা নাগাদ বাড়ি থেকে বেরিয়ে আর ফেরা হল না তৃণমূল কর্মী সুধাকর মাইতির। পরিবারের সদস্যকে দেখতে কাঁথি হাসপাতালে যাচ্ছিলেন তিনি। তারপর থেকেই আর তার খোঁজ পাওয়া যায়নি। বাড়ির লোকের ফোনও ধরেননি।
শেষে গভীর রাতে তাঁর পরিবারকে জানানো হয়, দুর্ঘটনায় আহত হয়েছেন সুধাকর মাইতি। তাঁকে কাঁথি হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কিন্তু সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
তৃণমূলের অবশ্য অভিযোগ, মৃত তৃণমূল কর্মী সুধাকর মাইতির মাথায় পেছনে গভীর ক্ষত রয়েছে। যা থেকে স্পষ্ট, তাঁকে পিটিয়ে মারা হয়েছে। অভিযোগের আঙুল উঠেছে বিজেপির বিরুদ্ধে। যদিও অভিযোগ অস্বীকার করেছে পদ্ম শিবির।
ভোটের আগে থেকেই নানাভাবে সন্ত্রাস তৈরি করে মানুষকে ভয় দেখিয়ে ভোটব্যাঙ্ক দখলের চেষ্টায় ছিল বিজেপি৷ আর তারই বলি হতে হল আরোও এক সাধারণ মানুষকে