ভোট মরশুমে একজন মহিলা ভোটকর্মীর সৌন্দর্য্যে মজেছে নেটদুনিয়া। এমন উত্তপ্ত পরিস্থিতিতে একজন মহিলা এভাবে শিরোনামে চলে আসতে পারেন, তা বোধহয় কল্পনাও করা যায় না। কিন্তু বাস্তবে তেমনটাই ঘটল। লখনউয়ের এক মহিলা ভোটকর্মীর সৌন্দর্য্যে আপাতত মজেছে ইন্টারনেট দুনিয়া।
জানা গিয়েছে, তাঁর নাম রীণা ত্রিবদী। রীণার কথায়, “আমি আমার কাজই করছিলাম। সেসময় কেউ এই ছবি তুলে নেয়। আর এখন অনেকেই আমার সঙ্গে সেলফি তুলতে চাইছেন”। হলুদ শাড়ি পরিহিতা রীণা প্রথমে জয়পুরের বাসিন্দা বলে জানা গেলেও পরে সামনে আসে তিনি আসলে লখনউয়ের বাসিন্দা। আর লখনউয়ের নাগরামের ১৭৩ নম্বর বুথের ভোটের দায়িত্বে ছিলেন তিনি। গত ৫ মে ভোটের প্রাথমিক কাজকর্মের সময় তুষার রায় নামে এক চিত্রসাংবাদিক তাঁর ছবি তোলেন।