এমনিতেই প্রচন্ড রোদের তাপ। তার ওপর রাজ্যে আজ ষষ্ঠ দফার ভোট অনুষ্ঠিত হচ্ছে। ফলে ভোটের উত্তাপও রয়েছে। এবার নিজের সুর চড়িয়ে তাপমাত্রার পারদ আরও চড়ালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দক্ষিণ ২৪ পরগনার বাসন্তীতে সভা করতে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে তীব্র হুঁশিয়ারি দিয়ে তিনি বললেন, ‘ভোটের জন্যে বাংলার এসে এখন বিভাজন করছেন। ধর্ম নিয়ে মজা লুটছেন। বাংলার মানুষকে অপমান করছেন। এবার ইঞ্চিতে ইঞ্চিতে জবাব দেব। শুধু ফল বেরোতে দিন।’ হ্যাঁ, ঠিক এই ভাষাতেই মোদীর উদ্দেশ্যে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা।
শুধু তাই নয়, এদিন ফের ভোটের বাজারে বিজেপি টাকা ছড়াচ্ছে বলে আবার অভিযোগ করেন তৃণমূল নেত্রী। তিনি বলেন, ‘সারদার সুদীপ্ত সেন যাকে তিন কোটি টাকা দিয়েছিল বলে চিঠি লিখেছেন সিবিআইকে, সেই নেতাই এখন টাকার ব্যাগ নিয়ে বসে আছেন তাজ বেঙ্গলে। সেখান থেকে সব টাকা যাচ্ছে জেলায় জেলায়।’ আজকের জনসভা থেকে আবারও বিজেপিকে ফ্যাসিবাদী বলে আক্রমণ করেন মমতা। তাঁর কথায়, ‘বিজেপি অত্যাচারী ও ভয়ংকর ফ্যাসিস্ট রাজনৈতিক দল। ৫ বছরে কী করেছেন? মোদীবাবু জবাব দিচ্ছেন না। আগে জবাব দিন, তারপর বড় বড় কথা বলবেন।’
বাংলায় যে বিজেপি একটি আসনও পাবে না, আবারও সে কথা স্পষ্ট করে দিয়েছেন মমতা। পাশাপাশি তিনি এ-ও বলেন যে, অন্ধ্রপ্রদেশ, উড়িষ্যা, পাঞ্জাব, রাজস্থান, তামিলনাড়ু থেকেও বিজেপি কোনও আসন পাবে না। উত্তরপ্রদেশেও গেরুয়া শিবিরের আসন অনেক কমবে জানিয়ে তাঁর ঘোষণা, মোদী আর ক্ষমতায় ফিরছেন না। উল্লেখ্য, রবিবার রাজ্যের ষষ্ঠ দফা ভোটে ফের একবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা প্রশ্নের মুখে পড়েছে। কোথাও বিজেপিকে ভোট দিতে বলছে কেন্দ্রীয় বাহিনী। কোথাও আবার বিজেপির বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ উঠেছে। আজ এ নিয়েও সোচ্চার হতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে।