বিজেপির মেরুকরণের রাজনীতির তুমুল সমালোচনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে বিঁধল প্রখ্যাত মার্কিন ম্যাগাজিন ‘টাইমস’। মোদীকে ‘প্রধান বিভাজক’ বলে কটাক্ষ করেছে এই আন্তর্জাতিক ম্যাগাজিনটি। তাই নিয়ে তুমুল হইচই চারপাশে৷ ভোটের সময় এই ঘটনা মোদীকে ঠেলে দিয়েছে আরও ব্যাকফুটে৷ শনিবার সেই ক্ষতে প্রলেপ দিতে এগিয়ে এলেন সম্বিত পাত্র। সাংবাদিক সম্মেলন ডেকে তিনি সাফাই গেয়ে বলেছেন, মোদীকে নিয়ে লেখা ওই রিপোর্টের লেখক আতিশ তাসির আসলে পাকিস্তানি নাগরিক। তাই তাঁর থেকে এর বেশি কিছু আশা করা বৃথা৷
ভারতীয় সাংবাদিক মা তভলীন সিং এবং প্রয়াত পাকিস্তানি কূটনীতিক তথা শিল্পপতি সলমন তাসিরের ছেলে আতিশ বরাবরই নরেন্দ্র মোদির কট্টর সমাসোচক বলে পরিচিত রাজনৈতিক মহল এবং লেখক সমাজে। টাইম ম্যাগাজিনে তাঁর প্রকাশিত রিপোর্ট এখন জোর চর্চার বিষয়। শুধু ওই রিপোর্ট নিয়ে সাফাই গাওয়াই নয়, মোদিকে কটাক্ষ করে পাঞ্জাবের জনসভায় কংগ্রেসনেতা নভজ্যোৎ সিং সিধুর মন্তব্যেরও কড়া সমালোচনা করেছেন সম্বিত।
যদিও এই মন্তব্য ধোপে টেকেনি৷ ড্যামেজ কন্ট্রোল করতেই যে তড়িঘড়ি এই সাংবাদিক সম্মেলন, তা বুঝতে বাকি নেই কারও৷ এমনিতেই তো দেশ জুড়ে মোদী বিরোধী হাওয়া, আর তাকে আরও উস্কে দিল এই প্রতিবেদন৷ ফলে যেনতেন প্রকারেণ শাক দিয়ে মাছ ঢাকার ব্যর্থ চেষ্টা করতেই হত মোদী শিবিরকে৷
উল্লেখ্য, প্রকাশিত কভার স্টোরিতে ম্যাগাজিনটি প্রশ্ন তুলেছে, বিজেপির হিন্দুত্ববাদের রাজনীতি এবং মোদীর আমলে ভারতের অখণ্ডতারক্ষার পদ্ধতি নিয়েও৷