রক্ষক যখন ভক্ষক। সুষ্ঠ ভোট পর্ব পরিচালনার জন্য রাজ্যে এসেছে কেন্দ্রীয় বাহিনী। আর সেই কেন্দ্রীয় বাহিনীর অত্যাচারের মুখে পড়তে হয়েছে সাধারণ মহিলা ভোটারদের। মহিলা ভোটারদের মারধরের অভিযোগ উঠল কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
ঘটনাটি ঘটেছে পুরুলিয়ায় বলরামপুরের মিশিরডি স্কুলে। ভোটের লাইনে দাঁড়ানো নিয়ে বচসায় ঘটনার সূত্রপাত। পরিস্থিতি সামাল দিতে মহিলা ভোটারদের মারধরের অভিযোগ ওঠে কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে। এরপরই এলাকা উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে বাহিনী।
ভোট বন্ধ করে তুমুল বিক্ষোভ দেখাতে শুরু করেন ভোটাররা। বন্ধ হয়ে যায় ভোটগ্রহণ। ভোটারদের বিক্ষোভের মুখে পড়ে চাপের মুখে জওয়ানরা ক্ষমা চাইতে বাধ্য হন। কেন্দ্রীয় বাহিনীর এইরকম ঘটনা সত্যিই নিন্দনীয়। এই ঘটনা একেবারেই কাম্য নয় বলেও মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞ থেকে সাধারণত মানুষ। বুথে বুথে বিজেপি নেতা-সমর্থকদের যে অশান্তির খবর মিলছে তাতে তটস্থ সাধারণ মানুষ। আর প্রশ্ন এখানেই থেকে যাচ্ছে বিজেপির অঙ্গুলি হেলেনেই কি চলছে বাহিনীর তান্ডব?